এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রতর খাসতালুকে কোনও ঝুঁকি নিতে রাজি নয় তৃণমূল বিধানসভার লক্ষ্যে এখন থেকেই একাধিক পদক্ষেপ

অনুব্রতর খাসতালুকে কোনও ঝুঁকি নিতে রাজি নয় তৃণমূল বিধানসভার লক্ষ্যে এখন থেকেই একাধিক পদক্ষেপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বীরভূম জেলা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের শক্তিশালী গড়, বহুবার তিনি দলকে সাফল্য এনে দিয়েছেন। কিন্তু সম্প্রতি জেলায় নিজেদের পায়ের তোলার মাটি শক্ত করতে শুরু করেছে বিজেপি। তাই আগামী বিধানসভা নির্বাচনের এখনও কয়েকমাস বাকি থাকলেও, আর দেরি না করে নির্বাচনের প্রচারে একেবারে ঝাঁপিয়ে পরলো তৃণমূল।

প্রসঙ্গত, বীরভূম জেলার বোলপুর বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক হলেন চন্দ্রনাথ সিনহা। তিনি আবার রাজ্য সরকারের মৎস্য মন্ত্রীও । গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে তিনি ৫০ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তাই এই বিধানসভা কেন্দ্রটি আবারও ধরে রাখতে তৎপর হল তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে এই আসনে প্রার্থী এখনো স্থির না হলেও, তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে শুরু হয়ে গেল দেয়াল লিখন। বোলপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল দেয়াল লিখন শুরু করেছে।

বিভিন্ন দেয়ালে তৃণমূলের ঘাসফুল আঁকা হচ্ছে। এর সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকেও প্রচার চালানো হচ্ছে। আবার, শহরের বেশ কিছু স্থানে ফাঁকা দেওয়ালে লেখা আছে সাইট ফর টিএমসি। নির্বাচনের পূর্বে বিরোধী দল যাতে কোনভাবেই দেয়াল দখল করতে না পারে। তার জন্য আগেভাগেই উদ্যোগ নিল তৃণমূল।

বোলপুর শহর তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের কয়েক মাস আগে থেকেই শহরের দেয়ালে দেয়ালে তৃণমূলের প্রচার করা হলে, তা জনমানসে বিরাট প্রভাব ফেলবে। তাই দেয়াল লিখনের মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি ও সেই সঙ্গে দলের সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগ নিল তৃণমূল। দলের সংগঠনকে শক্তিশালী করতে প্রায় প্রতিদিন ইলামবাজারের বিভিন্ন গ্রামে বুথস্তরের তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠক করতে শুরু করেছেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

আপনার মতামত জানান -

আবার ইলাম বাজার এলাকায় বিজেপি নিজের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। তারাও পাল্টা প্রচার করছে ও সংগঠনকে শক্তিশালী করতে চাইছে। সেই সঙ্গে আরও একটি রাজনৈতিক দল নিজের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে। যার ফলে তৃণমূলের ভোটকাটার আশঙ্কা আছে। তাই ইলামবাজারের ওপর বাড়তি গুরুত্ব দিলে তৃণমূল।

আবার, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল ১৬০০০ এর বেশি লিড পেয়েছিল। যার বেশিটাই ইলামবাজার থেকে এসেছিল। এ প্রসঙ্গে মন্ত্রী চন্দ্ৰনাথ সিনহা জানালেন, ” মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। আমাদের সরকার সবরকমভাবে মানুষের পাশে রয়েছে। প্রত্যেক এলাকায় দেখতে পাচ্ছি মানুষ আমাদের সঙ্গে রয়েছে। তাই নির্বাচনে জয়লাভের থেকেও গতবারের থেকে লিড বাড়িয়ে তোলাটাই বেশি চিন্তার। ”

অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপির বীরভূম জেলা সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় জানালেন যে, শাসকদল তৃণমূলের প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাই মানুষ চাইছেন দ্রুত নির্বাচন। বিজেপি নিজের মতন করে ভোটের প্রচার শুরু করে দিয়েছে। তিনি দাবি করেছেন যে, বোলপুর বিধানসভা তৃণমূলের শক্তিশালী গড় হলেও, এবার সেখানে পদ্মফুল ফুটবে। বীরভূম জেলায় তৃণমূলের জয়ের ধারাকে ধরে রাখতে একাধিক উদ্যোগ নিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বুথ স্তরের বৈঠকের পাশাপাশি ব্লকে ব্লকে জনসভার পরিকল্পনা নিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!