এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রত গড়ে বাড়ছে ক্ষোভ , বিক্ষোভের মুখে তৃনমূল বিধায়ক !

অনুব্রত গড়ে বাড়ছে ক্ষোভ , বিক্ষোভের মুখে তৃনমূল বিধায়ক !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে তৃণমূলের পক্ষ থেকে দিদির দূত কর্মসূচি নেওয়া হয়েছে। যে কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতা এবং জনপ্রতিনিধিরা। আর এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভের মুখেও পড়তে দেখা যাচ্ছে তৃণমূলের একের পর এক নেতা নেত্রীকে। আর এবার সদাইপুরে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী।

সূত্রের খবর, এদিন বীরভূমের সদাইপুর এলাকায় যান তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। যেখানে দিদির দূত কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। আর সেই কর্মসূচিতেই সাধারণ মানুষদের পক্ষ থেকে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এলাকাবাসীর দাবি, তারা আবাস যোজনায় বাড়ি পাননি । স্বভাবতই কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে রীতিমত অস্বস্তিতে তৃণমূল বিধায়ক বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!