অনুব্রত ইসুতে বিড়ম্বনা বাড়লো মমতার, ঘুম ওড়ালেন শুভেন্দু! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য August 24, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই বীরভূম জেলার একাধিক ব্যবসায়ীরা দাবি করেছেন, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হতো। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এর প্রধান সৃষ্টিকর্তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যেই অনুব্রত মণ্ডল বীরভূমের হর্তাকর্তা বিধাতা হয়েছেন। আর অনুব্রত মণ্ডল বীরভূম থেকে মুড়ির টিন করে টাকা কলকাতায় পৌঁছে দিত।” অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে সরাসরি তৃণমূল নেত্রীর দিকেই অভিযোগের আঙুল তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -