এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার অনুরাগীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু, তৃণমূলের সঙ্গে কি ঘোরালো সম্পর্কের ইতি?

এবার অনুরাগীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু, তৃণমূলের সঙ্গে কি ঘোরালো সম্পর্কের ইতি?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী জল্পনার মধ্যেই জানা গিয়েছিল, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়ায় দাদার অনুগামীরা নাকি ‘শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র’ নামে একটি জনসেবা মূলক কার্যালয় খুলেছে। আর শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে মেদিনীপুর যে সর্বজন বিদিত, সেটা প্রায় সকলেই জানেন। এবার সেখানে কার্যালয় খোলায় তাই মনে হয় করা হচ্ছিল যে শুভেন্দু অধিকারী সম্ভবত যেকোনো সময় বিধায়ক পদ ছাড়তে পারেন।

কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর নির্দেশ ছাড়া তাঁর অনুগামীরা এমন কার্যালয় কিছুতেই খুলতে পারতেন না। অন্যদিকে, তাঁকে নিয়ে দলে অসন্তোষ তৈরি হওয়ার পর তাঁর দল ছাড়ার সঙ্গে সঙ্গে তাঁর যে যে ‘অনুগামীরা’ দল ছাড়তে পারেন, তাদের নজরে রাখা হচ্ছে বলেও তথ্য সূত্রে জানা গিয়েছিল। আর সেখানে সম্প্রতি তাঁর নামে কার্যালয়ের উদ্বোধনের পর তাঁর এক অনুগামীর বাড়িতে যাওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

বুধবার সকালে হঠাৎই দেখা যায় শুভেন্দু অধিকারী হলদিয়ায়, এক অনুগামীর বাড়িতে গেছেন। আর পর পর ঘটে যাওয়া এই ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাহলে কি তিনি অনুগামীদের সংগঠিত করার চেষ্টা করছেন? তবে ঠিক কেন এই জল্পনা? জানা গেছে, হলদিয়া শহরের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূলকর্মী কঙ্কন ভুঁইয়া দাদার অনুগামী হিসেবে পরিচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানেই ৭ই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর খালতালুকে হামলার মুখে পড়েন তাঁর অনুগামীরা। দুষ্কৃতীরা তাঁদের বাড়িতেও ভাঙচুর চালায় বলে জানা যায়। সেই সময়ে নিজের ভাই-কে মার খেতে দেখে হৃদরোগে আক্রান্ত হন কঙ্কনবাবুর দিদি পারুল ভুঁইয়া প্রধান। শেষপর্যন্ত মারাও যান তিনি। আর সেই জন্যই নাকি বুধবার সকালে সমবেদনা জানাতে শুভেন্দু অধিকারী ওই তৃণমূলকর্মীর বাড়িতে গিয়েছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর আসার খবর পেয়ে এলাকায় ভিড় করতে দেখা যায় এলাকার অন্যন্য তৃণমূল কর্মীদের। তাঁরা সকলেই শুভেন্দু অধিকারীর অনুগামী বলে জানা গিয়েছে। তথ্য সূত্রে জানা গেছে, কঙ্গন ভুঁইয়ার বাড়ি থেকে বেরিয়ে।এদিন তাঁদের সঙ্গে একান্তে বৈঠকও করেন শুভেন্দু অধিকারী। আর যেহেতু এখনও তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট নয়, এবং সেটা নিয়ে যথেষ্ট জল্পনা রয়েছে, তার মধ্যে শুভেন্দু অধিকারীর এহেন কার্যকলাপ যে রাজনৈতিক মহলে জল্পনা আরো বাড়বে সেটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!