এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজের অনুগত নেতাদের নিয়ে সভা রাজ্যের মন্ত্রীর, ফের বাড়ছে জল্পনা!

নিজের অনুগত নেতাদের নিয়ে সভা রাজ্যের মন্ত্রীর, ফের বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় একের পর এক ঘটনায় জমজমাট রাজ্য রাজনীতি। সেখানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ থেকে শুরু করে, কলকাতার বিভিন্ন জায়গায় ফ্লেক্স, পোস্টার পড়া নিয়ে জল্পনা কম হয়নি। এরই মধ্যে তাঁকে নিয়ে কাল তৃণমূলের বৈঠক হয়। সেখানেও জল্পনার অবসান হয়নি বলেই জানা গেছে।

তারই মধ্যে হাওড়ার লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে রবিবার দুপুরে নিজের অনুগত নেতাদের নিয়ে সভা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। আর সেখানে একদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পার্থ চ্যাটার্জির বৈঠক আর অন্যদিকে, একই দিনে নিজের অনুগামীদের নিয়ে অরূপ রায়ের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

তথ্য সূত্রে জানা গেছে, এই বৈঠকে অরূপ রায়-ঘনিষ্ঠ বিধায়ক, প্রাক্তন মেয়র পরিষদ সদস্য এবং প্রাক্তন কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি, ব্লক স্তরের নেতারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে শুধু সদরের সভাপতি লক্ষ্মীরতন শুক্ল এই বৈঠকে উপস্থিত ছিলেন না বলে জানা যায়।এদিন বৈঠকে সরকারের কর্মসূচি এবং নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী ও ভোটার তালিকা সংশোধন-সহ নানা কর্মসূচি নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন অরূপ রায়। যদিও তাঁর কথায়, “এটা একটা গেট টুগেদার ছিল, যা অনেক আগেই ঠিক করা হয়েছিল” বলেই জানা গেছে। এরই সঙ্গে অন্যদিকে কাল সন্ধ্যাতেই মধ্য হাওড়ায় রায় ভবনে পাল্টা চা চক্রের আয়োজন করেন রাজীব বন্দ্যোপাধ্যায় এর অনুগামীরা।

সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং কয়েক জন প্রাক্তন কাউন্সিলর-সহ প্রায় শ’খানেক তৃণমূল কর্মী। তাঁরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি করেন বলেও জানা যায়। এদিন রথীনবাবু বলেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্যতম নেতা। তাঁর নামে জয়ধ্বনি দিলে কোনও অসুবিধা নেই।”

তবে অরূপ রায় যেখানে তাঁর অনুষ্ঠানকে ‘গেট টুগেদারের’ বলেছিলেন, সেখানে সেই অনুষ্ঠানকে রথীনবাবু অরূপ রায়ের ‘গেট টুগেদারের’ পাল্টা চা চক্র বলতে নারাজ বলেই জানা গেছে। অন্যদিকে, মধ্য হাওড়ায় অনুষ্ঠান হলে কেন এই কেন্দ্রের বিধায়ক অরূপ রায়কে আমন্ত্রণ জানানো হয়নি, সেই নিয়েও প্রশ্ন ওঠে। সেখানে এই প্রসঙ্গে প্রাক্তন মেয়র জানান, দলের কর্মীরা একত্রিত হয়ে এই অনুষ্ঠান করেছে সেখানে আলাদা ভাবে কাউকে তাই বলা হয়নি। যদিও এই কথায় ক্ষোভের প্রকাশ পেয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!