এখন পড়ছেন
হোম > জাতীয় > অনুমতি নেই! ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে নয়া পদক্ষেপ তৃণমূলের, জেনে নিন!

অনুমতি নেই! ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে নয়া পদক্ষেপ তৃণমূলের, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ত্রিপুরাতে সংগঠন গড়ার কাজে তৃণমূল কংগ্রেস মনোযোগী হওয়ার পর থেকেই বিজেপির বিরুদ্ধে বাধা আসছে বলে অভিযোগ করতে শুরু করেছিল ঘাসফুল শিবির। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি। কিন্তু আগামী 15 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে একটি পদযাত্রা করবেন বলে সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। আর তারপরেই ত্রিপুরার বিজেপি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সেই কর্মসূচিতে অনুমতি দেওয়া সম্ভব নয়।

এদিকে এই ঘটনার পরেই তৃণমূলের পক্ষ থেকে একের পর এক কড়া প্রতিক্রিয়া হতে শুরু করে। বিজেপি এইভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে বলে দাবি করা হয়। তবে কোনোমতেই যে তৃণমূল এই কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। আর এবার 15 তারিখ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পাওয়া না গেলেও, তার পরদিন অর্থাৎ 16 তারিখে এই কর্মসূচি গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 15 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছিল ত্রিপুরা প্রশাসন। আর তারপরেই তৃণমূল কংগ্রেস কি করবে, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে রীতিমতো বৈঠক করে এই ব্যাপারে কর্মসূচির দিন পরিবর্তন করার কথা জানিয়ে দেওয়া হয়। যেখানে 15 সেপ্টেম্বর নয়, বরঞ্চ তার পরদিন অর্থাৎ 16 সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল নিজেদের সিদ্ধান্তে অটল থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইল। এক্ষেত্রে বিজেপির প্রশাসনের পক্ষ থেকে সব সময় বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছিল ঘাসফুল শিবির। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে রাজনৈতিক কর্মসূচি করতে গেলে তার কর্মসূচিতে যেভাবে বাধাদান করা হয়েছে বলে ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, তাতে নানা মহলে শোরগোল তৈরি হয়। আর এই পরিস্থিতিতে নিজেদের কর্মসূচির দিনক্ষণ পরিবর্তন করে বিজেপিকে আরও চাপে ফেলে দেওয়ার কৌশল নিল ঘাসফুল শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!