এখন পড়ছেন
হোম > রাজ্য > দল থেকে বহিস্কৃত হতেই সারদা-নারদের তোপে শাসকদলকে বেসামাল করে দিলেন অনুপম হাজরা

দল থেকে বহিস্কৃত হতেই সারদা-নারদের তোপে শাসকদলকে বেসামাল করে দিলেন অনুপম হাজরা


2019 এর 9 তারিখ তৃণমূলের কাছে একটি অবিস্মরণীয় দিন হয়ে রইল। একদিকে যেমন পুরসভার উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের ফিরহাদ হাকিম জয়ী হয়েছেন। অন্যদিকে তৃণমূল ছেড়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন তৃনমূলের হেভিওয়েট সাংসদ সৌমিত্র খাঁ।
এখানেই শেষ নয়, জল গড়িয়েছে আরো অনেক দূর। বিজেপিতে যোগ দিয়েই নেত্রী ও বর্তমান দলের দুই নম্বর অভিষেক বাবুর বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি। যাতে অস্বস্তি বেড়েছে বই কমেনি।

আর এর পরেই দল তাঁকে বহিস্কার করেছে। এখানেই শেষ নয় চমক আরো বাকি। শুধু সৌমিত্রবাবুকেই নয় দল বহিষ্কার করেছে বোলপুরের সাংসদ অনুপম হাজরাকেও।

আর এই নিয়েই বোলপুরের সাংসদ অনুপম হাজরা যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন যে অনুপমবাবুকে বহিস্কার করা হলো। বলা হয়েছে যে দল বিরোধী কাজের জন্য তাকে বহিষ্কার করা হল। আর এই নিয়েই অনুপমবাবুর পাল্টা প্রশ্ন কোন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি ?

তাঁর দাবি তিনি কোনো দলবিরোধী কাজ করেননি। দলের অসুবিধা হচ্ছিল তার ফেসবুক করা নিয়ে, আর সে জন্যই তার ফেসবুক অ্যাকাউন্টটি তিনি আগের বছরই ডিলিট করে দিয়েছেন। শুধু তাই নয় তাঁর দাবি তাঁর বিরুদ্ধে তোলা নেওয়া, দুর্নীতি, নেত্রীর নাম ভাঙ্গিয়ে বেআইনি কাজ করা এসব কোনো অভিযোগ নেই। এমনকি সারদা নারোদার মতো ঘটনাতেও তিনি জড়িত নয়। তাহলে কেন তাঁকে বহিস্কার করা হলো ?

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়েই বিপাকে পড়েছে তৃণমূল কেননা তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা নেত্রীর আমি তোলা আদায় থেকে শুরু করে সারদা নারোদাতে জড়িয়েছে। কারাবাস করতে হয়েছে. আবার তাঁরা জামিনে মুক্ত হয়ে স্ব মহিমায় রাজনীতিতে ফিরেছেন তবে তাদের কাউকে বহিস্কার করা হলো না কেন?
রাজনৈতিকমহলের মতে ফের তৃণমূলের কারকর্ম নিয়ে মন্তব্য করে পরোক্ষভাবে বিতর্ককে উস্কে দিলেন অনুপম বাবু। এখন তৃণমূল তাঁর কি জবাব দে সেই দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!