এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অনুরোধ করেও জুটল না আইসিইউয়ের বেড! চোখের সামনেই প্রাণ হারালেন প্রভাবশালী তৃণমূল নেতা!

অনুরোধ করেও জুটল না আইসিইউয়ের বেড! চোখের সামনেই প্রাণ হারালেন প্রভাবশালী তৃণমূল নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বর্তমানে দেশজুড়ে করোনা সংক্রমনের ক্রমবৃদ্ধির ফলে অনেক ক্ষেত্রেই কম পড়ে যাচ্ছে হাসপাতালের বেড। হাসপাতালের বেডের অভাবে সময়মতো চিকিৎসা করতে না পেরে না পেয়ে প্রাণ হারাতে হচ্ছে বহু সাধারণ মানুষকে। কিন্তু এবার হাসপাতালের বেড না মেলায় প্রাণ হারাতে হল মুর্শিদাবাদের খরগ্রাম এর তৃণমূল ব্লক সভাপতি মফিজউদ্দিন মন্ডল কে। মফিজউদ্দিন মণ্ডল একাধারে ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সেইসঙ্গে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি।

সংবাদসূত্রে জানা গেছে, মফিজউদ্দিন মণ্ডল বেশ কিছুদিন ধরেই জ্বর ও স্বাসকষ্টে বহুদিন ধরেই পীড়িত ছিলেন। গতকাল বুধবার মফিজউদ্দিন মন্ডলের শারীরিক অবস্থার ভীষণ অবনতি ঘটে। একারণে তাঁর পরিবার পরিজনেরা তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যান। মুর্শিদাবাদ মেডিকেল মেডিকেল কলেজে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেন ও তাঁকে সারি হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন । সে সময় তিনি প্রবল জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তার পরিবারের লোকেরা তাঁকে সরাসরি হাসপাতালে না গিয়ে তাকে সরাসরি বহরমপুর করোনা হাসপাতালে নিয়ে যান । করোনা হাসপাতালে নিয়ে গিয়ে তাকে সেখানকার আইসিইউতে ভর্তি করার অনুরোধ জানান তার পরিবার-পরিজনের। কারণ পরিবার-পরিজনদের ধারণা ছিল তিনি করোনা রোগে আক্রান্ত হয়েছেন। এমনিতেই তাঁর শারীরিক অবস্থাও খুব একটা সন্তোষজনক ছিল না। শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভেলোরেও গিয়েছিলেন। কিন্তু তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে অস্বীকার করেন হাসপাতালের চিকিৎসকেরা। এর ফলে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে শেষ পর্যন্ত হাসপাতাল কতৃপক্ষের বচসা শুরু হয়। যা ক্রমাগত বাড়তেই থাকে।

অবশেষে গন্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ও তাঁর পরিবারের ৪ জন সদস্যকে গ্রেফতার করে তাঁদের থানায় ধরে নিয়ে যায়।এরপর আজ বৃহস্পতিবার ভোর বেলায় হাসপাতালে মৃত্যু হয়েছে তৃণমূল ব্লক সভাপতি মফিজউদ্দিন মন্ডলের। তাঁর মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে তাঁরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন হাসপাতালের কর্মকর্তাদের প্রতি। মফিজউদ্দিন মন্ডলের স্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা হাসপাতালের বিরুদ্ধে এখনই কিছু বলব না। আমাদের যা অভিযোগ আছে, তা আমরা মু্খ্যমন্ত্রীকে জানাবো।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!