এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অন্যকে দিয়ে জুতো পড়িয়ে তীব্র বিতর্কের মুখে তৃণমূল বিধায়ক, প্রশ্ন তৃণমূলীয় সংস্কৃতি নিয়েও

অন্যকে দিয়ে জুতো পড়িয়ে তীব্র বিতর্কের মুখে তৃণমূল বিধায়ক, প্রশ্ন তৃণমূলীয় সংস্কৃতি নিয়েও

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অতি সাধারণভাবে চলাফেরা করতে দেখা গেলেও তাঁর দলের বেশ কিছু নেতা আছেন, যারা বিভিন্ন সময়ে কিন্তু যথেষ্ট বিতর্ক তৈরি করেন। এক্ষেত্রে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসকে নিয়ে। সম্প্রতি একটি অনুষ্ঠানে তৃণমূল বিধায়ককে দেখা গেছে দলীয় কর্মীকে দিয়ে জুতোর ফিতে বাঁধাতে। আর তাই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। কার্যত বিধায়ক খোকন দাস যা করেছেন, তা তৃণমূলের দলীয় সংস্কৃতি নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস এই প্রথম বিতর্কে জড়ালেন তা নয়।

এর আগেও তিনি পুরসভার টেন্ডার কমিটির মিটিংয়ে থেকে বিতর্কে জড়িয়েছিলেন, কিংবা বিজেপির বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভোটের আগে তৃণমূলের জন্য প্রশান্ত কিশোরের টোটকা ছিল, নিজেদের বৈবভকে দূরে রেখে সাধারণ মানুষের সঙ্গে দলের নেতা থেকে জনপ্রতিনিধিদের মিশতে হবে সাধারণ মানুষের মতোই। আর ঠিক এই সংস্কৃতি বরাবর মেনে চলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তাঁর সাধারণ জীবন যাপন গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁকে কখনও দেখা গিয়েছে নিজের হাতেই ছাতা ধরে সাংবাদিক বৈঠক করতে, আবার কখনো তাঁকে দেখা দিয়ে গিয়েছে, বন্যার হাঁটু জলে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে।

কিন্তু সেই নেত্রীর দলের অন্যতম জনপ্রতিনিধি যেভাবে দলীয় কর্মীর হাতে জুতো পড়ে বিতর্কে জড়িয়েছেন, তা যথেষ্ট চাঞ্চল্যকর। সূত্রের খবর, গতকাল বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক 35 নম্বর ওয়ার্ডের একটি রক্তদান শিবিরে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে দেখা যায়, দুজন কর্মী তাঁঁর জুতোর ফিতে বাঁধছেন। দ্রুত এই ভিডিও ভাইরাল হয়ে যায়। স্বাভাবিকভাবেই তৃণমূল বিধায়ককে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অন্যদিকে বিধায়কের জুতো পরিয়ে দিয়েছেন যারা তাঁরা কোন সরকারি কর্মী বা দলীয় কর্মী নন বলে জানান তৃণমূল বিধায়ক। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি নিজের জুতো নিজেই পড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু কেউ তাঁকে সাহায্য করে বেল্ট পরিয়ে দেয়। বিধায়কের এই যুক্তি স্বাভাবিকভাবেই হাস্যরসের উদ্রেক করেছে। কারণ অন্যকে দিয়ে জুতোর বেল্ট লাগানো যে জুতো পড়ানোর নামান্তর তা তৃণমূল বিধায়ক বুঝতে পারেননি। অন্যদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের জুতো পরিয়ে দিয়েছেন যারা, তাঁরা কেউই বিধায়কের নিজের আত্মীয় নন। বলা যায় বিধায়কের ছায়াসঙ্গী। কার্যত বিধায়কের এই ঘটনা নিয়ে কেউ করছেন তীব্র নিন্দা, কেউ করছেন তীব্র কটাক্ষ। বিধায়ক খোকন দাসকে নিয়ে যে এই ঘটনায় দল তীব্র অস্বস্তিতে পড়েছে তা বলাইবাহুল্য।

অন্যদিকে বিধায়কের জুতো পরানো নিয়ে বর্তমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে বিধায়ক এই কাজ করেননি। অজান্তেই ঘটনা ঘটেছে, তাই এক্ষেত্রে বিতর্ক তৈরি করার মতন কিছুই হয়নি। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা তৃণমূল বিধায়ককে যে চাপে ফেলবে, তা এককথায় স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক মহলের অনেকেই। কার্যত বিরোধীরাও এবার জুতোকান্ড নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ইতিমধ্যেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!