এখন পড়ছেন
হোম > অন্যান্য > অবশেষে রেশন নিয়ে সুখবর রাজ্যে , জেনে নিন বিস্তারিত

অবশেষে রেশন নিয়ে সুখবর রাজ্যে , জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অনেকদিন ধরে টালবাহানা চলছে‌। অনেকটা আঠারো মাসে বছরের মত। বারবার আবেদন করা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের। কিন্তু তা সত্ত্বেও তা পাওয়া যায়নি। অবশেষে চলতি মাসেই মালদহে এই ডিজিটাল রেশন কার্ড তৈরির কাজ শুরু হতে চলেছে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আশার আলো তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে ডিজিটাল রেশন কার্ড যাদের আছে, তাদের রেশন সামগ্রী দেওয়া হয়। কিন্তু পুরনো রেশন কার্ড থাকলে অনেকটাই রেশনের সাহায্য পেতে সমস্যা হয় সাধারণ মানুষের।

জানা গেছে, কিছুদিন আগেই মালদহের খাদ্য দপ্তর এবং প্রশাসনিক কার্যালয়ের সামনে বেশ কিছু গ্রাহক রেশন সামগ্রী না পেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। আর এরপর অস্বস্তিতে পড়ে সেই সমস্ত গ্রাহকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কুপন চালু করা হয়। মূলত গোটা মালদহ জেলায় 750 টি রেশন দোকান থাকলেও তার মধ্যে বেশিরভাগ দোকানেই পস মেশিন বসানোর কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বেশ কিছু দোকানে তা সম্পন্ন হয়নি। যার ফলে অনেকেই ডিজিটাল রেশন কার্ড পাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই অবস্থায় দ্রুত যাদের ডিজিটাল রেশন কার্ড নেই, তাদের যাতে রেশন কার্ড দিয়ে দেওয়া যায়, তার জন্য কাজ শুরু করে দেওয়া হল। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আশা করছেন, খুব তাড়াতাড়ি এই ব্যাপারে গ্রাহকদের সমস্যা মেটানো যাবে। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক পার্থ সাহা বলেন, “আমাদের জেলায় ইতিমধ্যে 50 লক্ষ মানুষের কাছে ডিজিটাল রেশন কার্ড রয়েছে। কিছু মানুষের কাছে এখনও রেশন কার্ড নেই। করোনা পরিস্থিতির মাঝে কিছুদিন এই কার্ড তৈরির প্রক্রিয়া বন্ধ ছিল। এই সপ্তাহে আবার তা শুরু হবে। খাদ্য দপ্তরের স্থানীয় অফিসে গ্রাহকরা ফর্ম সংগ্রহ করতে পারবেন। অনলাইনেও পাওয়া যাবে। আর তা পূরণ করে খাদ্য দপ্তরে জমা দিতে হবে। জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে। তবে লকডাউনের মধ্যে সকলকে সামাজিক দূরত্ব সহ অন্যান্য বিধিনিষেধ মেনে আবেদনপত্র জমা দিতে হবে।” তবে সবেমাত্র কাজ শুরু হলেও এখন দুর্দিনে কত তাড়াতাড়ি সেই কাজ সম্পন্ন করে মানুষের কাছে তাদের ডিজিটাল রেশন কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!