এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অভিষেকের গড়ে দাঁড়িয়েই বিস্ফোরক বিজেপি নেত্রী! মুখ্যমন্ত্রী পোষা গুন্ডারাই রাজ্যে দাপাচ্ছে

অভিষেকের গড়ে দাঁড়িয়েই বিস্ফোরক বিজেপি নেত্রী! মুখ্যমন্ত্রী পোষা গুন্ডারাই রাজ্যে দাপাচ্ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পারদ এবং উত্তেজনা বাড়তে শুরু করেছে। প্রায় প্রতিনিয়ত রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। আর এবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সরকারকে “চোরেদের সরকার” বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

সূত্রের খবর, রবিবার কাকদ্বীপ এবং নামখানায় দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। আর সেখানেই ভারত সেবাশ্রম সংঘ এবং রোটারী ক্লাবের উদ্যোগে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা মানুষজনের হাতে স্যানিটারি ন্যাপকিন সহ বেশ কিছু শুকনো খাবার তুলে দিতে দেখা যায় তাকে। আর তারপরেই বক্তব্য রাখতে গিয়ে রীতিমত তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় বিজেপির এই মহিলা নেত্রীকে।

এদিন তিনি বলেন, “রাজ্যজুড়ে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। রেহাই দেওয়া হচ্ছে না শিশুদের। মহিলারা খুন-ধর্ষণ, শ্লীলতাহানির শিকার হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই এসব অসামাজিক কাজ করে বেড়াচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়েও তার মুখ থেকে প্রতিবাদের শব্দ বেরোয় না। আসলে অপরাধীরা সবই তো তার পোষা গুন্ডা। তারাই আবার তৃণমূলের কর্মী। পুলিশ নিরব। কিন্তু দিদি যখন মুখ্যমন্ত্রী থাকবে না কে বাঁচাবে আপনাদের!” অর্থাৎ অগ্নিমিত্রাদেবী এদিন এই কথা বলে যেমন তৃণমূল কংগ্রেসের সরকারকে ব্যাপকভাবে তুলোধোনা করলেন, ঠিক তেমনই আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না থাকলে এই সমস্ত অভিযুক্তদের কি হবে, তা বলেও রীতিমত হুঁশিয়ারি মনোভাব পোষণ করতে দেখা গেল তাকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে তৃণমূল কংগ্রেসের সরকারকে চোরেদের সরকার বলে অগ্নিমিত্রা পাল বলেন, “দেশের অন্যান্য রাজ্যে যখন একের পর এক উন্নতি হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, তখন রাজ্যে খুন-ধর্ষণ চুরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন তৃণমূলের সরকারের নেতৃত্বে এই কাজ হচ্ছে। 2021 এ বিজেপির এরাজ্যে ক্ষমতায় আসার একটা আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু জিতব ভাবা আর জেতার মধ্যে অনেক ফারাক। আমরা কিন্তু জেতার ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছি। মনে রাখবেন, এবারও যদি তৃণমূল আবার ক্ষমতা পেয়ে যায়, আমাদের কিন্তু টিকতে দেবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে যেমন শাসক দলকে চাপে ফেলে দিলেন অগ্নিমিত্রা পাল, তেমনই তার বক্তব্যের মধ্য দিয়ে উঠে এল দলের নেতাকর্মীদের আত্মবিশ্বাসের ব্যাপারটা। অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়ে বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীরা উজ্জীবিত হতে শুরু করেছেন। তবে সংগঠনকে শক্তিশালী করে মানুষের সঙ্গে জনসংযোগ না বজায় রাখলে আগামী দিনে পরিবর্তন আনা যে অসম্ভব, তা নিজের বক্তব্যের মধ্য দিয়েই বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী।

অর্থাৎ এখন থেকে আরও বেশি করে ক্ষমতা দখলের জন্য তৎপর হতে হবে বলে নেতাকর্মীদের অনুভব শক্তি বাড়ানোর চেষ্টা করলেন তিনি। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করে রীতিমত শোরগোল তুলে দিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!