এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অপরাধীকে ধরতে এসে ভিনরাজ্যের পুলিশের গণপিটুনিতে মৃত্যু এ রাজ্যে

অপরাধীকে ধরতে এসে ভিনরাজ্যের পুলিশের গণপিটুনিতে মৃত্যু এ রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে চলছে চতুর্থ দফার নির্বাচন। আর তার মধ্যেই এবার পাশের রাজ্য থেকে এ রাজ্যে এসে মৃত্যু হল এক পুলিস আধিকারিকের। জানা গিয়েছে উত্তর দিনাজপুরে ইসলামপুরে অপরাধীকে ধরতে এসে পাল্টা মার খেয়ে নিহত হলেন বিহারের এক পুলিশ আধিকারিক। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকার পান্তাপাড়া গ্রামে বিহারের কিষাণগঞ্জ থানার আইসি এলে তাঁকে পিটিয়ে খুন করা হয়। জানা গিয়েছে, ডাকাত সন্দেহে তাঁকে পিটিয়ে মারা হয়েছে।

সূত্রের খবর, পান্তাপাড়া গ্রামের কুখ্যাত দুষ্কৃতী হল ফিরোজ। তাঁর নামে বিহারে একাধিক অভিযোগ রয়েছে। পূর্ণিয়াসহ একাধিক এলাকায় ফিরোজ বাইক পাচারকারী হিসেবে পরিচিত। এই অপরাধের ভিত্তিতে কিষাণগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালাতে উত্তর দিনাজপুরের পান্তাপাড়ায় আসা হয়। পূর্ণিয়ার আইজি দাবি করেছেন, পান্তাপাড়া ফাঁড়ির পুলিশকে সব জানিয়ে এই অভিযান চালানো হয়েছিল। এই তল্লাশির সময়কালে বাংলার কোন পুলিশ আধিকারিক বিহার পুলিশের সঙ্গে ছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে, পান্তাপাড়া গ্রামে ঢুকে যখন ফিরোজকে খুঁজে বার করার জন্য তল্লাশি চালানো হয়, সে সময় কিষাণগঞ্জ থানার আইসি অশ্বিনী কুমারকে বেধড়ক মারধর করা হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি গ্রামে রটে যায় বাইক চুরি করতে এসে মার খেয়ে মারা গিয়েছে। গ্রামবাসীদের ফিরোজ জানায়, উর্দি পড়ে ঘুরতে দেখে সন্দেহ হয় এবং মারধর করা হয়। শনিবার সকালে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আইসি অশ্বিনী কুমারের দেহ উদ্ধার করে।

খুব স্বাভাবিকভাবে এই ঘটনার খবর পেয়ে পূর্ণিয়ার আইজি সুরেশ প্রসাদ চৌধুরী বাংলায় আসেন। ইসলামপুরের পুলিশ সুপার শচীনের মক্কারের সঙ্গে তিনি দেখা করেছেন বললে জানা গিয়েছে। একই সঙ্গে দেখা গেছে অভিযুক্ত ফিরোজ এই মুহূর্তে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে গোটা এলাকায় বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। থমথমে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। আপাতত খোঁজ চলছে অপরাধীর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!