এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অপর্যাপ্ত যোগান ভ্যাকসিনের, বাড়ছে হয়রানি, বিফল মনোরথ হয়ে ফিরলেন অনেকে

অপর্যাপ্ত যোগান ভ্যাকসিনের, বাড়ছে হয়রানি, বিফল মনোরথ হয়ে ফিরলেন অনেকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই চলছে রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি। গতমাসে কোভ্যাক্সিনের ঘাটতি দেখা গিয়েছিল, এবার দেখা দিয়েছে কোভিশিল্ডের ঘাটতি। গত শনিবার কিছু পরিমান কোভিশিল্ড রাজ্যে এসে পৌঁছেছিল, কিন্তু তাতে মিটছেনা চাহিদা। গতকাল বহু মানুষ ভ্যাকসিন নিতে এসে বিফলমনোরথ হয়ে ফিরে গেলেন। তবে গতকাল রাতে কলকাতা পুরসভার কাছে কিছু পরিমাণ কোভিশিল্ড এসেছে। ফলে আজ থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবার আশা রয়েছে।

গত সপ্তাহের শুক্রবার ও শনিবার কোভিশিল্ডের অভাব থাকার কারণে তা দেওয়া বন্ধ ছিল। এরপর রবিবার ভ্যাক্সিনেশন সম্পূর্ণ বন্ধ থাকে। গতকাল বহু মানুষ কলকাতা পুরসভার একাধিক টিকাকরণ কেন্দ্রে এসেছিলেন কোভিশিল্ড নিতে। কেউ এসেছিলেন প্রথম ডোজ নিতে, কেউ এসেছিলেন দ্বিতীয় ডোজ নিতে। অনেকের আশঙ্কা ছিল যে, আজ থেকে কোভিশিল্ড দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। সে কারণে বহু মানুষ ভিড় করেছিলেন। কিছু কিছু স্বাস্থ্য কেন্দ্রে যত পরিমাণ কোভিশিল্ড মজুত ছিল, তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ এসেছিলেন। তাই সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। বহু মানুষকে ফিরে যেতে হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ থেকে কোভিশিল্ড দেওয়া বন্ধ থাকতে পারে। এই ধরনের একটা আশঙ্কা ছিল সবার মধ্যে। এ কারণে গতকাল কলকাতা ছাড়াও শহরতলীর বহু মানুষ এসেছিলেন পুর স্বাস্থ্যকেন্দ্র গুলোতে। এক আধিকারিক জানিয়েছেন,পুরো এলাকার বাইরে থেকেও অনেক আসছেন, কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। গতকাল বাগবাজার পুরো স্বাস্থ্যকেন্দ্রে যেমন বহু মানুষকে দেখা গিয়েছিল, তেমনি বহু মানুষ এসেছিলেন কালীঘাট দমকল কেন্দ্রের বিপরীতের স্বাস্থ্যকেন্দ্রটিতে। ২৫০ জনকে ভ্যাকসিন দেওয়ার পর ঘোষণা করা হয়, আর তাদের কাছে ভ্যাকসিন নেই। তখন অনেকে চলে যান হরিশ মুখার্জি রোডের জয়হিন্দ মেগা সেন্টারে। সেখানে দেখা যায় লম্বা লাইন।

গতকাল কিছু কিছু স্বাস্থ্য কেন্দ্রে এত বেশি ভিড় হয়েছে যে, মজুত থাকা কোভিশিল্ডের পরিমাণ শেষ হয়ে গেছে। এ কারণে কিছু কিছু স্থানে দেয়া হয়েছে কোভ্যাকসিন। সম্প্রতি, রাজ্যে কোভ্যাকসিনের ভাণ্ডার কিছুটা হলেও রয়েছে। কিছু কিছু কেন্দ্রে আবার নোটিশ দেওয়া হয়েছিল যে, কেন্দ্রের পক্ষ থেকে পর্যাপ্ত ভ্যাকসিনের যোগান না থাকার কারণে সকলকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না। জানা যায় পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পুরসভার হাতে না থাকার কারণেই, এই ধরনের নোটিশ দেয়া হয়েছিল। তবে, গতকাল রাজ্যে আবার ভ্যাকসিন এসেছে। জানা যাচ্ছে, ৩০ হাজার ডোজ কোভিশিল্ড এসেছে কলকাতা পুরসভার হাতে। রাজ্যে ভ্যাকসিনের অভাবের জন্য পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সম্পূর্ণভাবে দায়ী করেছেন কেন্দ্রীয় সরকারকে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তুঘলকি আচরণের কারণেই এমন নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!