এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার জন্মমাসের উপরই নির্ভর করে আপনার কর্মযোগ! জীবিকা সন্ধানের আগে জেনে নিন বিস্তারে

আপনার জন্মমাসের উপরই নির্ভর করে আপনার কর্মযোগ! জীবিকা সন্ধানের আগে জেনে নিন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কথায় বলে কর্ম ই জীবন। মানুষ পরিচিতি পায় তার কর্মের মাধ্যমে। আমাদের জীবন ও সমাজে আমাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষই তার সম্ভাব্য কর্ম নিয়ে খুবই আগ্রহী। আপনিও কি জানতে চান রাশিফল অনুযায়ী আপনার পেশা কি হতে চলেছে? জানার সহজ উপায় রয়েছে আপনাদের সামনেই। আপনার জন্মমাস দিয়েই জেনে নিন আপনার সম্ভাব্য পেশা ও কর্মস্থল কি হতে চলছে।

জ্যোতিষ বিশেষজ্ঞের মতে-

* আপনি যদি হন বৈশাখ মাসের জাতক তবে ধাতু ও গহনাশিল্প, ইজ্ঞিনিয়ারিং, শল্য চিকিৎসা, সেনাবাহিনী, পুলিশ, বিমান চালনা, খেলাধুলা, কারিগরি, কারিগরী , ব্যবসা এমনকি মন্ত্রীও হতে পারেন।

* জৈষ্ঠ মাসের জাতক বা জাতিকারা শিল্প জগৎ, চিত্র পরিচালনা, ব্যবসা, কৃষিকাজ, গান বাজনা, উচ্চপদস্থ কর্মচারী, আর্থিক ও শেয়ারের পরামর্শদাতা হিসেবে উন্নতি করতে পারেন।

 

* আপনার যদি জন্ম হয় আষাঢ় মাসে তবে, গানবাজনা, শিল্পকলা, লেখক, সম্পাদনা, প্রকাশনা, জ্যোতিষ, তন্ত্র, ব্যবসা, আইন সংক্রান্ত কাজ, উচ্চপদস্থ কিংবা
কেরানি চাকরি হতে পারে আপনার।

* শ্রাবণ মাসে জন্ম মদ এবং অন্যান্য জল জাতীয় পদার্থের ব্যবসা, হোটেল ও বারের ব্যবসা, ওষুধ, প্রসাধনী ও জামাকাপড়ের ব্যবসা, কেরানি ও নেবিতে চাকরি হতে পারে আপনার ভাগ্যে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

* আপনার জন্ম যদি হয় ভাদ্র মাসে তবে আইন ও বিচার ব্যবস্থা, চিকিৎসা, সরকারি ও বেসরকারি চাকরি, ইঞ্জিনিয়ারিং, আর্থিক ও শেয়ার বিষয়ক কাজ এবং মন্ত্রীত্ব পেতে পারেন আপনি।

* আপনার জন্ম মাস যদি হয় মাস, তবে শিক্ষকতা, অধ্যাপনা, সম্পাদনা, সাংবাদিকতা, ডাক্তারি, নার্সিং, ওষুধ ব্যবসা, আইনজীবী, প্রসাধনী ও কাপড়ের ব্যবসায় হতে পারে আপনার সার্বিক ভাগ্যের উন্নতি।

* কার্ত্তিক মাসে জন্ম হলে অভিনয়, গানবাজনা, চিত্র পরিচালনা, ফ্যাশন ডিজাইনিং, আইন ব্যবসা, শেয়ার ব্যবসা, গহনা ও অন্যান্য ব্যবসা লাভ জনক হতে পারে আপনার জন্য।

 

* অগ্রহায়ণ মাসের জাতক বা জাতিকারা শিক্ষকতা, অধ্যাপনা, পত্রিকা সম্পাদনা, প্রকাশনা, ডাক্তারী, হিসাব রক্ষণ, ব্যবসা, আইন, বিচার ও শাসন সংক্রান্ত কাজ করতে পারেন।

* পৌষ মাসে জন্ম হলে কৃষি, মৎস্য চাষ, শিল্প, গানবাজনা, শিক্ষকতা, সরকারি ও বেসরকারি চাকরি হতে পারে এই মাসের জাতক জাতিকাদের।

* মাঘ মাসের জাতক হলে ঐতিহাসিক, ভূবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, খেলাধুলা, উচ্চপদে চাকরি, বিভাগীয় প্রধান এবং মন্ত্রীত্ব থাকতে পারে আপনার ভাগ্যে।

 

* ফাল্গুন মাসের জাতক জাতিকারা শিক্ষকতা, অধ্যাপনা, বিজ্ঞান চর্চা, সাহিত্য, কাব্য, ইঞ্জিনিয়ারিং, আইন ব্যবসা, হিসাব রক্ষণ, ইনকাম ট্যাক্স পরামর্শদাতা, ব্যবসা, শিল্পপতি প্রভৃতি বিষয়ে উন্নতি করতে পারেন।

* চৈত্র মাসে জন্ম হলে ধর্মীয় কার্যকলাপ, সাধনা, ধর্ম প্রচার, ডাক্তারী, চর্মদ্রব্য প্রস্তুতকর্তা হিসেবে পরিচিত হতে পারেন আপনি।

তাহলে দেরি না করে আপনিও জেনে নিন আপনার রাশি হিসেবে কোনটি হতে পারে আপনার জন্য সঠিক পছন্দ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!