এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের অপমানিত হলেন বৈশাখী, নিলেন চরমতম পদক্ষেপ, পাশে বিশেষ বন্ধু শোভন!

ফের অপমানিত হলেন বৈশাখী, নিলেন চরমতম পদক্ষেপ, পাশে বিশেষ বন্ধু শোভন!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ‘উসে উখাড় কে ফেক দো’ আহ্বানের যোগ্য জবাব দিতে চাকরি ছাড়লেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ এই চরমতম সিদ্ধান্ত কেন? জানা গেছে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। এতদিন তিনি মিল্লি আল আমিন কলেজে অধ্যাপনা করতেন।

তবে বেশ কয়েক বছর ধরেই তিনি সমস্যায় আছেন বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, মিল্লি আল আমিন কলেজে অধ্যাপনা করার সময়ই তাঁকে বারবার হেনস্তা করা হয় বলে অভিযোগ করেছিলেন তিনি। সেইসময় বহুবার অপমানিত হয়েছেন বলেও জানান তিনি। তবে সেই কথা সরকারকে জানানো সত্ত্বেও সমস্যা মেটেনি বলেই দাবি করতে দেখা যায় তাঁকে।

তবে পরে তাঁকেই ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এরপর কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সমস্যা আরও বাড়ে বলেই অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, গত জুন মাসে অধ্যক্ষের পদে ইস্তফা দেওয়ার পর তা গৃহীত হয়েছে বলে তাঁকে জানানোও হয়নি। এরই মধ্যে সম্প্রতি মিল্লি আল আমিন কলেজে ছাত্রীরা নানা দাবিতে আন্দোলন শুরু করেন।

আপনার মতামত জানান -

আর সেখানে গিয়েই নাকি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম “বৈশাখীকে সমূলে উত্‍পাটিত কর” এমনটা বলেন। এরপরই অশান্তি চরমে ওঠে। ইতিমধ্যে শোভনবাবু এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ করেন বলেও জানা যায়। আর এর পরের দিনই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে মিল্লি আল আমিন কলেজ থেকে রামমোহন কলেজে বদলী করা হয়।

বিগত চারদিন ধরে চলা এই ঘটনাগুলো নিয়ে তাই রীতিমত জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বস্তুত, করোনা পরিস্থিতিতে যখন রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ, তখন তারই মাঝে এমনভাবে বদলি বৈশাখী বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেননি বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁকে অন্য কলেজে পাঠানো হল বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আমাকে উত্‍খাত করবেন বলেছিলেন। তার পরেই আমাকে মিল্লি আল আমিন কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়। শিক্ষক জীবনে আসল কথা হল সম্মান। যেভাবে আমাকে অপমান করা হল তারপর আর ছাত্রীদের সামনে দাঁড়ানো যায় না। সম্মান রক্ষার জন্যই আমি শিক্ষকতা ছেড়ে দিলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শিক্ষামন্ত্রীকে এদিন তিনি তিন পাতার ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। সেখানে ঘটনার বর্ণনায় বাম আমলে তাঁকে কিভাবে লড়াই করে কলেজের কাজ চালাতে হত সেটা তিনি উল্লেখ করেছেন বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, সেইসঙ্গে অন্য একটি কলেজের পরিচালন সমিতি, শাসকদলের অধ্যাপক সংগঠনের পদ কেড়ে নেওয়া এবং অধ্যাপনার কাজে স্থানীয় রাজনীতিকদের লাগাতার অসম্মান নিয়েও চিঠিতে উল্লেখ করেছেন বলেই জানিয়েছেন তিনি।

তাঁকে সম্প্রতি যে বদলির চিঠি দেওয়া হয়েছে সেখানে বদলির কারণ হিসেবে উল্লেখ করা জনস্বার্থের কথা প্রসঙ্গে এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, জনস্বার্থে নয় রাজনৈতিক কারণেই তাকে বদলি করা হয়েছে। সেইসঙ্গে শিক্ষামন্ত্রী চাইলে তাঁর চাকরি জীবনের বকেয়া টাকা না মেটাতে পারেন বলেই কটাক্ষ করেছেন তিনি।

অন্যদিকে, ২২ বছর আগে তাঁকে অবসর নিতে বাধ্য করায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর এই কথা শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করে বলেই মনে করেছেন তিনি। সেইসঙ্গে তাঁর ইস্তফাপত্র শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানোর সঙ্গে সঙ্গে সেই ই-মেলের প্রতিলিপি রাজভবনে, মুখ্যমন্ত্রীর কাছে এবং উচ্চশিক্ষা দপ্তরে গিয়েছে বলেও জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!