এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার বেডরুমে এই সামান্য পরিবর্তন কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে আমূল! নিয়ে আসতে পারে সুখ

আপনার বেডরুমে এই সামান্য পরিবর্তন কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে আমূল! নিয়ে আসতে পারে সুখ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জীবনে একটি মানুষ অনেক সম্পর্ক নিয়ে চলে। তাদের মধ্যে একটি সম্পর্ক হল দাম্পত্য সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক। শুধু দেহের মিলন নয়, আত্মার ও মিলন ঘটে এই সম্পর্কে। বিবাহিত জীবন কেমন হবে সেটা নিয়ে তাই চিন্তা থাকে সকলেরই।

তবে আপনার জীবনে কিভাবে আসতে পারে এমন একটি সুন্দর সম্পর্ক বা কিভাবেই বা আপনি হয়ে উঠতে পারেন একজন সুখী দম্পতি, আসুন জেনে নিই–

* আলো:-  বলা হয় বেডরুমে সবসময় লাল রংয়ের নাইট ল্যাম্প বা লাল আলো ব্যবহার করা উচিত নয়। এতে মনে প্রভাব পড়তে পারে।

* বিছানা:- সবসময় পূর্বদিকে মাথা করে সোয়া উচিত। এছাড়া বিছানার সামনে আয়না রাখা উচিত নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

* মূর্তি বা ফটো:- কোনো ঠাকুর দেবতার ছবি না রেখে, হাঁসের যুগল মূর্তি বা রাধা কৃষ্ণের মূর্তি রাখতে পারেন। রাখতে পারেন নিজেদের সুন্দর ছবি।

* রঙ:- ঘরের রঙ হওয়া উচিত হালকা রঙের। এতে একটা স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হয়। বিছানার চাদর সাদা বা হালকা রঙের হলে ভালো হয়।

গন্ধ:- বেডরুমে রুমফ্রেশনার ব্যবহার না করে রাখতে পারেন সুন্দর ফুল। এতে গন্ধের সঙ্গে দেখতেও ভালো লাগবে। সেক্ষেত্রে জুঁই, চাঁপা, গন্ধরাজের মত ফুলের গন্ধে আপনার মন ভালো হবে না এটা হতে পারে না।     তাহলে দেরি না করে আজই সাজিয়ে ফেলুন নিজের পছন্দের বেডরুম। আর সেই সঙ্গে দাম্পত্য জীবনে হয়ে উঠতে পারেন অদ্বিতীয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!