এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার বিবাহ শুভ হবে কিনা জ্যোতিষশাস্ত্র মতে আগেভাগেই বুঝে নেবার সহজ উপায় একনজরে জেনে নিন

আপনার বিবাহ শুভ হবে কিনা জ্যোতিষশাস্ত্র মতে আগেভাগেই বুঝে নেবার সহজ উপায় একনজরে জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সমাজে সম্পর্কে থাকা মানুষরা দুটি শ্রেণীতে ভাগ হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই এখন সম্পর্কে আসতে ভয় পায়। যদিও অনলাইন ডেটিং অ্যাপ থেকে শুরু করে পছন্দের মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তবুও সবটাই ওপর ওপর থাকলে যেনো বেশ ভালো হয়। আর একদল মানুষ আছেন যারা কিনা একেবারে বিয়ে করে সংসারী হতে পছন্দ করেন। তবে দুই ক্ষেত্রেই ভালোলাগাটা কিন্তু মিথ্যে বলা যাবে না। যার যার নিজের মতো পছন্দ বলতে পারেন। আমরা সবেতেই মানিয়ে নিতে পারি।

তবে সম্পর্ক যেভাবেই তৈরি হোক না কেন, পছন্দের মানুষটি কেমন হবে সেই নিয়ে কিন্তু চিন্তা থেকে থাকে সকলেরই। সে লিভ ইন সম্পর্কই হোক বা গাঁটছড়া বাঁধার সম্পর্কই হোক। তবে আপনি যদি হন বিবাহ করতে ইচ্ছুক মানুষের দলে তবে আপনার ভবিষ্যৎ বলে দিতে পারে জ্যোতিষ শাস্ত্র। তাই আপনার ভবিষ্যৎ জীবনে আপনার বিবাহের কোন বাধা আছে কিনা তা জেনে নিতে পারেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদি জাতক বা জাতিকার সপ্তম পতি ও সপ্তম ভাব খুবই শক্তিশালী হয় তাহলে উচ্চ বংশে বিবাহ হয়। কিন্তু যদি সপ্তম ভাব খুবই দুর্বল হয় তা হলে তার স্বামী বা স্ত্রী আপাত দৃষ্টিতে কোনও সুবংশজাত না হওয়ার যোগ নির্দেশ করে।  এছাড়া চন্দ্র যদি জন্মচক্রের সপ্তম স্থানে অবস্থান করে এবং ওই স্থানে যদি মঙ্গলের দৃষ্টি থাকে বা অন্য কোনও গ্রহের শুভ দৃষ্টি পড়ে তা হলে জাতক-জাতিকার দূরে বিবাহ হয়। আবার যদি সপ্তম স্থানে চন্দ্র অবস্থান করে এবং ওই স্থানে মঙ্গলের দৃষ্টি পড়ে, তা হলে জাতক-জাতিকার বিবাহের যোগাযোগ বিজ্ঞাপনের মাধ্যমে হয়ে থাকে বলে মনে করা হয়।

জাতক বা জাতিকার লগ্ন পতি যদি সপ্তম স্থানে অবস্থান করে এবং তার সঙ্গে যদি অশুভ কোনও গ্রহ যুক্ত হয় তাহলে জাতক বা জাতিকার পরিবার কোনও ভাল বংশের সঙ্গে সম্পর্ক স্থাপনের নির্দেশ করে। আবার জাতক বা জাতিকার লগ্নপতি সপ্তম স্থানে অবস্থান করে এবং জন্মছকে যদি কোনও শুভ গ্রহ তার সঙ্গে একই অবস্থানে থাকে, তাহলে জাতিকার বিবাহ ভাল পরিবারে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়।

এছাড়া জাতক বা জাতিকার চালচলন, সৌন্দর্য, বিভিন্ন গুণের উপস্থিতি সবই নির্দেশ করে সপ্তম ভাবের ওপর। তাই সপ্তম পতির ওপর অথবা সপ্তম ভাবে কী প্রকার শুভ বা অশুভ দৃষ্টি পড়ছে তার ওপর নির্ভর করে জাতক বা জাতিকার বিবাহ জীবন কেমন হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!