এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার জীবনের সম্মানহানির সঙ্গে যুক্ত হয়ে আছে জ্যোতিষ শাস্ত্র? জেনে নিন বিস্তারিত ভাবে!

আপনার জীবনের সম্মানহানির সঙ্গে যুক্ত হয়ে আছে জ্যোতিষ শাস্ত্র? জেনে নিন বিস্তারিত ভাবে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মান আর হুঁশ আছে তাই আমরা মানুষ। জগতের সবথেকে উন্নত প্রাণী। যাদের বুদ্ধির জোরে পৃথিবীকে নিজের পায়ের তলায় দাবিয়ে রাখার ক্ষমতা রাখি আমরা। সেই মনুষ্য জীবনে মান সন্মান যে কতটা দামী, তা বলার অপেক্ষা রাখে না। কথায় বলে প্রাণ থাকতে মান যেনো না যায়। সুতরাং এখানেই বুঝতে পারছেন মানুষের নিজের জীবনের থেকেও মান সন্মানের দাম আমাদের জীবনে অনেকখানি।

ছোট থেকে একটি শিশুর মধ্যে শারীরিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক বৃদ্ধি ঘটে। আর সেইসঙ্গে অন্যকে সম্মান দেওয়ার বা তার সঙ্গে শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা, মানুষ শুরু থেকেই পেয়ে আসে। তবে নিজের জীবনে এই সম্মান পাওয়া গুরুত্বপূর্ণ কারণ, এটি আমাদেরকে সমাজে নিজেকে প্রকাশ করতে এবং নিজের সম্পর্কে সমাজে একটা নিরাপদ জায়গা তৈরি করতে সাহায্য করে। এটি মানুষের মধ্যে সহজাত প্রক্রিয়ায় তৈরি হয় না। বরঞ্চ পরিবেশ থেকে আশেপাশের মানুষজন থেকে শিশু জীবনের এই শিক্ষা অর্জন করে।

সম্মান করা বলতে আর কিছুই নয় দ্বিতীয় ব্যাক্তিটিকে নিরাপদ বোধ করানোকে বোঝায়। সেক্ষেত্রে কখনো সহমত না হলে ধৈর্য ধরে রাখা, নিজের পছন্দ গুলোকে অন্যের উপর চাপিয়ে না দেওয়া, সুন্দর ব্যবহার করা, পরস্পরের মধ্যে নিজেদের অনুভূতি আদান-প্রদানের একটি সহজ পরিবেশ গড়ে তোলা, পরস্পরের পাশে থাকা এগুলিকে বোঝায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সব থেকে বড় কথা নিজেদের ভুলগুলোকে বা অপর ব্যক্তির ভুলগুলোকে স্বীকার করে নেওয়া। জীবনের এই শিক্ষা গুলোকে সমাজে অপরকে সম্মান দেওয়া হিসাবে আমাদের শেখানো হয়। তবে অনেক ক্ষেত্রেই আমরা জীবনের এমন অনেক ঘটনার সম্মুখিন হই, এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, যা কিনা আমাদের সম্মানহানি করে। তবে আপনার জীবনেও এমন কোন দুঃসময় বা পরিস্থিতি আস্তে চলছে কিনা তা আপনি জেনে নিতে পারেন জ্যোতিষ শাস্ত্রে সাহায্যে।

জ্যোতিষ শাস্ত্রে, সম্মান বিষয়টি জন্ম চক্রের দশম ভাব এবং রবি গ্রহ কে সামনে রেখে বিচার করা হয়। সেক্ষেত্রে দশম ভাব যদি দ্বাদশ, অষ্টম, তৃতীয় এবং চতুর্থ ভাবের সঙ্গে যুক্ত থাকে, তবে অর্থসংক্রান্ত সম্মানহানি হওয়ার আশঙ্কা দেখা যায়। আবার এই দশম ভাব যদি পঞ্চম এবং অষ্টম ভাব এবং শনি ও মঙ্গলের সহযোগী হয়, তবে কোন ভুলের জন্য সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রকাশ করা হয়। দশম ভাব শনি মঙ্গলের সঙ্গে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ভাবের সঙ্গে যুক্ত থাকলে শত্রুর দ্বারা সন্মান হানি হওয়ার আশঙ্কা থাকে।

ষষ্ঠ, অষ্টম ও একাদশ ভাবের সঙ্গে দশম ভাবের যোগ থাকলে চুরি সংক্রান্ত কারণে মানহানির সম্ভাবনা থাকে। আবার দশম ভাবের কেতুর সঙ্গে যোগ থাকলে বিদেশে অবস্থানরত অবস্থায় মানহানির সম্ভাবনা থাকে বলে মনে করা হয়। শুধু তাই নয়, দশম ভাব এবং কেতুর সঙ্গে শনি যুক্ত থাকলে গোপন কার্যকলাপের জন্য সম্মানহানি হওয়ার আশঙ্কা করা হয়ে থাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!