এখন পড়ছেন
হোম > জাতীয় > আপনার কি একাধিক প্যানকার্ড আছে? সাবধান হয়ে যান! মোদীর মাস্টারস্ট্রোকে উড়তে পারে ঘুম!

আপনার কি একাধিক প্যানকার্ড আছে? সাবধান হয়ে যান! মোদীর মাস্টারস্ট্রোকে উড়তে পারে ঘুম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে উন্নত করতে ক্ষমতায় আসার পর থেকেই এতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদি সরকার। ভারতের আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করতে সরকারি তরফে এনেছেন অনেক নিয়ম, জিএসটি থেকে শুরু করে আধার প্যান লিংক সব করছেন তাঁর এই অর্থনীতি সামালের খাতায়।

তবে এর জন্য কম কথা শুনতে হয়নি তাঁকে। অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সমস্ত রকম সমালোচনার শিকার হয়েছেন। তবে নিজের লক্ষ্যে অটল থেকে দৃঢ়ভাবে নিয়েছেন একে একে সমস্ত সিদ্ধান্ত। সেই তালিকায় এবার আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাস্টার স্ট্রোক।

যেসব মানুষ বিভিন্ন খাতে বড় ধরনের খরচ করছেন, অথচ কর ফাঁকি দিচ্ছেন, তাদের ক্ষেত্রে সরকার নতুন নিয়ম আনতে চলেছে। বাতিল হতে পারে তাদের একাধিক প্যানকার্ড। এব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছে আয়কর দফতর। আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে বিভিন্ন ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ক্রেডিট কার্ড সংস্থা থেকে সেইসব তথ্য সংগ্রহ করা হবে। দরকারে ওইসমস্ত মানুষের কাছ থেকে খরচের হিসাব চাওয়া হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই তালিকায় থাকবেন সেই সমস্ত মানুষেরা,
* যারা শিক্ষার খাতে বছরে ১ লক্ষ টাকা খরচ করেন।
*ইলেকট্রিক বিল বছরে ১ লক্ষ টাকা হয়।
*দেশের মধ্যে বিমানে বিজনেস ক্লাসে ভ্রমণ করেন।
* ১ লক্ষ টাকার ওপরে গয়না কেনেন।
*বছরে ২০ হাজার টাকার ওপর সম্পত্তি কর দেন।
* বছরে ৫০ হাজারের বেশি টাকার জীবন বিমা এবং ২০ হাজার টাকার বেশি স্বাস্থ্যবিমা করেন।

সরকারি তরফে জানানো হয়েছিল যে আমাদের দেশের ১৩০ কোটি জনগণের মধ্যে মাত্র ১.৫ কোটি মানুষ আয়কর দিয়ে থাকেন। এবছরের জুন মাসের হিসাব অনুযায়ী দেখা গিয়েছে যে ৫০.৯৫ কোটি মানুষের প্যানকার্ড রয়েছে। কিন্তু তাদের মধ্যে আয়কর রিটার্ন জমা দেন মাত্র ৬.৪৮ কোটি মানুষ। তাই বর্তমানে ট্যাক্স বেস বাড়ানোর প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে। তাই কর ফাঁকি ঠেকাতে আয়কর বিভাগ এই নতুন উদ্যোগ নিয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!