এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার কখন কোন অসুখ হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে আগে থেকেই জেনে নেওয়া যায় কিন্তু!

আপনার কখন কোন অসুখ হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে আগে থেকেই জেনে নেওয়া যায় কিন্তু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রাচীনকাল থেকেই আমাদের দেশে জ্যোতিষ বিদ্যায় মাধ্যমে রোগ নির্ণয়ের বিজ্ঞান প্রচলিত রয়েছে। রাশিফলের গ্রহ গুলির অবস্থান অনুসারে সেই রোগগুলির সম্পর্কে তথ্য দেওয়া যায়। সুস্থ শরীর কে না চায়! বাড়িতে কোন অসুস্থ ব্যক্তি থাকলে, বাড়ির প্রত্যেকের মানসিকতা বদলে যায়। তাই জ্যোতিষ শাস্ত্র অনুসারে রোগ নির্ণয়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাশিফলের তৃতীয় ঘরটি রোগ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে ব্যক্তির স্বাস্থ্য, রোগের উৎস সম্পর্কে জানা যায়।

রোগের কারণ:-
*শুভ গ্রহের চেয়ে যদি পাপ গ্রহ বেশি শক্তিশালী হয় এবং জাতিকা বা জাতকের লগ্নে যদি কোন দোষ থাকে তবে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
* লগ্নে থাকা চন্দ্র যদি দুর্বল হয় বা কোনো পাপ গ্রহ দ্বারা প্রভাবিত হয় তাহলে ব্যক্তির রোগ আক্রান্ত হবার সম্ভাবনা দেখা যায়।
* ষষ্ঠ ভাবের উপপ্রভু যদি দ্বাদশ ভাবে অবস্থান করে তবে জাতক-জাতিকার কঠিন ব্যধি হতে পারে।
* রবি, চন্দ্র, শুক্র যদি ষষ্ঠ বা দ্বাদশ ভাবে অবস্থান করে তবে চোখের সমস্যা হতে পারে।
* ষষ্ঠ ভাবের সঙ্গে শনির অবস্থান হলে দীর্ঘস্থায়ী অসুখের নির্দেশ করে।

তবে এক্ষেত্রে রোগ নিরাময়েরও কিছু লক্ষণ বলা যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমত – প্রতি পূর্ণিমাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার পূজা করলে বা শিব পূজা করলে এর থেকে প্রতিকার পাওয়া যায়।

দ্বিতীয়ত – প্রত্যহ রাতে শোবার ঘরে অসুস্থ রোগীর মাথার দিকে কপূর জ্বালিয়ে রেখে কিছুক্ষণ পরে তা নিভিয়ে দিলে অনেক সময় উপকার পাওয়া যায়।

তৃতীয়ত – প্রতিদিন রাতে বিছানায় বালিশের তলায় একটি ১ টাকার কয়েন নিয়ে ঘুমোতে গেলে এবং পরের দিন সকালে উঠে নির্জন কোন স্থানে বা জলাশযে সেটিকে ফেলে দিলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে অনুমান করা হয়।

 

চতুর্থত – রোগীকে দক্ষিণ দিকে মাথা রেখে শোয়াতে পারেন এবং তার সমস্ত ওষুধ এবং সামগ্রি ওই দিকে রাখুন। তবে পূর্বদিকে ফিরে তাকে ওষুধ বা জল খাওয়ালে উপকার পাওয়া যেতে পারে।

পঞ্চমত – আপনি যদি বহুদিন ধরে রোগে ভুগতে থাকেন, তবে প্রতিদিন স্নান সেরে ভিজে কাপড়ে হনুমান চালিশা পাঠ করতে পারেন। অথবা শনিবার করে শনি দেবতাকে তেল অর্পণ করলেও ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!