এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার নিকটবর্তী করোনা পরীক্ষাকেন্দ্রের হালহদিশ এবার ঘরে বসেই আপনার স্মার্টফোনে পেতে পারেন!

আপনার নিকটবর্তী করোনা পরীক্ষাকেন্দ্রের হালহদিশ এবার ঘরে বসেই আপনার স্মার্টফোনে পেতে পারেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সারা দেশ। সেখানে করোনা মোকাবিলায় নিত্য নতুন পন্থা থেকে উঠে আসছে বাড়িতে বসে চিকিৎসা করার নিদান। স্বাস্থ্য কেন্দ্র গুলির শোচনীয় অবস্থা, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনোর অসুবিধা এবং পরীক্ষা কেন্দ্রের খুঁজে পাওয়া এখন সাধারণ মানুষের কাছে যথেষ্ট যন্ত্রনার।

এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের অনুরোধ ছিল অযথা আতঙ্কিত না হয়ে বাড়িতে থেকে চিকিৎসা করানোর। সেক্ষেত্রে সরকারসহ সমস্ত চিকিৎসাব্যবস্থার সহায়তা পাবেন আক্রান্তের পরিবার। তবে সেক্ষেত্রে সমস্যা গুরুতর হলে চিকিৎসকের কাছে তো যেতেই হবে। আর আপনার আশেপাশে কোথায় রয়েছে এই করোনার পরীক্ষাকেন্দ্র তা আপনি জেনে যাবেন গুগলের মাধ্যমে।

হ্যাঁ, গুগল এমনই একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংস্থা যা ইন্টারনেট সম্পর্কিত পরিষেবা প্রদান করে থাকে। ১৯৯৮ সালে ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন দ্বারা এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে নানা বিবর্তনের মধ্য দিয়ে সবথেকে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য টেকনোলজি গুলির মধ্যে একটি হয়ে উঠেছে এই গুগল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই গুগলই আমাদের কাছে এনে দিয়েছে একটি সার্চ ইঞ্জিন, যেটি কিনা আইসিএমআর এবং মাই গফ এর সাহায্যে তৈরি হয়েছে। এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ম্যাপ থেকে করোনা পরীক্ষাকেন্দ্র সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।

আপনার ফোনে কি করে পাবেন এই সুবিধে? আসুন জেনে নিন–

* সবার প্রথমে আপনার স্মার্টফোনে গুগল ম্যাপস ওপেন করে ‘করোনাভাইরাস টেস্টিং’ অথবা ‘কোভিড-১৯ টেস্টিং’ সার্চ করতে হবে।

*এবার টেস্টিং ট্যাব সিলেক্ট করে সেখানে সরকারী ও বেসরকারি যে সব ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হয় সেই তালিকা দেখা যাবে।

* গুগলের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতের ৩০০ টি শহরের ৭০০টি টেস্ট ল্যাব সম্পর্কে এখানে তথ্য জানা যাবে।

 

* সেক্ষেত্রে ইংরাজি ছাড়াও হিন্দি, বাংলা, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, মারাঠি এবং গুজরাটি ভাষায় সার্চ করে এই তথ্য আপনি জানতে পারবেন।

*এছাড়াও ১০৭৫ নম্বরে ফোন করে এই সব ল্যাবে পরীক্ষা করার নিয়মাবলী আপনি জেনে নিতে পারবেন।

সম্প্রতি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছড়িয়েছে। রাজ্যে প্রায় দু সপ্তাহে যেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারেরও বেশি দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিজেকে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে আজই সুবিধা নিতে পারেন এই নতুন প্রযুক্তির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!