এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আপনার সামনে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেব” মমতার উদ্দেশ্যে একি বললেন শুভেন্দু!

“আপনার সামনে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেব” মমতার উদ্দেশ্যে একি বললেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি নিয়ে যখন চাপে রাজ্য, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন সভা সমিতি থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বিভিন্ন জেলার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুরের মতো জেলার কথা তুলে ধরে সেখানে একসময় চাকরি দুর্নীতি হয়েছে বলে দাবি করতে দেখা যায় একাধিক তৃণমূল নেতাদের। যার পরিপ্রেক্ষিতে এবার পাল্টা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যদি তা প্রমাণ করতে পারেন, তাহলে আপনার সামনে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেব বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই নিয়োগ দুর্নীতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “উনি তো বিভিন্ন জেলার কথা বলেন। বলেন, মুর্শিদাবাদ, মালদা, মেদিনীপুর, বাঁকুড়ায় চাকরি দুর্নীতিতে আমি জড়িয়ে রয়েছি। আমি চ্যালেঞ্জ করছি, যদি একটা ছেঁড়া কাগজেও আমার সুপারিশ দেখাতে পারেন বা আমার বিষয়টি প্রমাণ করতে পারেন, তাহলে আমি আপনার সামনে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেব বা ভারতবর্ষের যা আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আমার শাস্তি হবে। কিন্তু আপনি তা প্রমাণ করতে পারবেন না।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে তোলা অভিযোগের জবাব দিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা চাপে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!