এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার রাশিচক্রে কি ফাঁড়া আছে? জ্যোতিষ শাস্ত্রে তা কাটানোরও নিদান দেয়া আছে কিন্তু!

আপনার রাশিচক্রে কি ফাঁড়া আছে? জ্যোতিষ শাস্ত্রে তা কাটানোরও নিদান দেয়া আছে কিন্তু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হিন্দু জ্যোতিষ শাস্ত্রে কোনো মানুষ যদি দুর্ঘটনা, অস্বাস্থ্য এবং দুর্বিপাক এইসব কারণগুলোর মধ্যে দিয়ে যায়, তবে তার রাশিচক্রের দশা ও অন্তর্দশাগুলি বিভিন্ন গ্রহের দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়। মানুষের জন্মের সঙ্গে ভালো-মন্দ কর্মফলের পাশাপাশি তার জীবনে কি ধরনের উপলব্ধি আসতে চলেছে তাও বলে দেয় জ্যোতিষ শাস্ত্র। সুতরাং আপনার জীবন দীর্ঘায়ু হবে কিনা বা জীবনে কোন ধরনের সমস্যা আসবে কিনা তা আগে থেকেই জানা যায় জ্যোতিষ শাস্ত্রের মতে।

আপনার জীবনে দুর্ঘটনাকারী রাশি গুলির মধ্যে মঙ্গল, শনি এবং রাহুর প্রভাব লক্ষ্য করা হয়। রাহু যখন শনি বা মঙ্গলের তৃতীয়, চতুর্থ বা অষ্টম ঘরে প্রবেশ করে তখন মানুষ দুর্ঘটনার মুখোমুখি হয় বলে মনে করা হয়। তবে কেতুর অন্তর্দশার ফলেও জীবনে অনেক রকমের সমস্যা দেখা যায়। ভারতীয় মতে যারা পূর্বজন্মে বিশ্বাসী, তাদের মতে পূর্বজন্মের ফলের কারনেও বর্তমান জীবনে নানা রকমের দুর্ঘটনা, ফাঁড়া, অস্বাস্থ্য এগুলিকে মানুষকে ভোগ করতে হয়। তবে সামান্য কিছু উপায় মানলেই এগুলিকে কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুর্ঘটনা থেকে বাঁচতে মৃত্যুঞ্জয় কবজ ধারণ করতে পারেন। জন্মছকে কেতু মঙ্গল বা রাহু যদি খারাপ থাকে, তাহলে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এর সমাধানে সচেষ্ট হন। শিব ঠাকুরের পূজা করলেও বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। সে ক্ষেত্রে প্রতি সোমবার এবং শুক্রবার স্নানের পর শুদ্ধ বস্ত্র ধারণ করে শিব পূজা করলে উপকার পাওয়া যায়।

অনেকের মতে প্রত্যেক মঙ্গল এবং শনিবার হনুমানজীর পূজা করলে সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করা যায় সে ক্ষেত্রে স্নান করে ওঠার পর শুদ্ধমনে সংকটমোচন মন্ত্র জপ করতে হয়। বাড়িতে কোন বাস্তু দোষ থাকলেও তার প্রভাব শরীরের ওপর পড়ে। তাই আপনার বাড়ির বাস্তু, বাস্তুসম্মত আছে কিনা তা জেনে নিন। বাড়ির দরজায় বিপদ আটকানোর জন্য সংকটমোচন হনুমানের মূর্তি বা ছবি রাখতে পারেন। এক্ষেত্রেও আপনি অনেক সময় সুফল পেতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!