এখন পড়ছেন
হোম > রাজ্য > আপেলের গায়ে মোমের আস্তরণ, কি বলছে পুরসভা?

আপেলের গায়ে মোমের আস্তরণ, কি বলছে পুরসভা?


সম্প্রতি রাজ্যের ভাগাড় কাণ্ডের পরে আপেল কান্ড ঘটে রাজ্যে। আবিষ্কার হয় যে আপেলকে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে ব্যবহার হচ্ছে মোমের আস্তরণ। ফলে মানুষ ভয়ে প্রায় একপ্রকার আপেল খাওয়া ছেড়ে দিয়েছেন।এবার সন্ত্রস্ত রাজ্যবাসীকে বাজারে গিয়ে পণ্য ক্রয়ের ক্ষেত্রে উৎসাহী করতে নতুন উদ্যোগ নিলো কলকাতা পুরসভা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শহর তথা রাজ্যবাসীকে এদিন ফল ক্রয়ের ক্ষেত্রে আশ্বস্ত করতে পুরসভার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হলো। সেখানে সংবাদমাধ্যম কর্তৃক জন চেতনা বৃদ্ধি করতে জানানো হলো বাজারে বিক্রি হওয়া আপেলের গায়ে যে মোমের আস্তরণ পাওয়া গিয়েছে তা পুরোপুরি প্রাকৃতিক।জানা যাচ্ছে কয়েকদিন আগে দমদম, বারাসাত-সহ বেশ কয়েকটি জায়গার বাজারের আপেলের গায়ের মোমের আস্তরন দেখে সাধারণ মানুষের মধ্যে আপেল প্রত্যাখ্যানের একটা সার্বিক প্রবণতা দেখা গিয়েছিলো। এর পরেই কলকাতা পুরসভা আপেলের নমুনা সংগ্রহ করে নিজেদের পরীক্ষাগারে পাঠায় ।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই পরীক্ষার পরেই পরীক্ষার ফলাফল ঘোষণা করতে এবং জনচেতনা বৃদ্ধির উদ্দেশ্যেই সাংবাদিক সম্মেলন করা হলো বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষ এই প্রসঙ্গে বললেন, ”এই ধরনের মোম শরীরে মেশে না। চকোলেট, ক্যাপসুলেও এমন মোম থাকে।” উল্লেখ্য কেবলমাত্র ভারত সরকারই নয় আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ আডমিনিস্ট্রেশনও এই ধরণের মোমকে মানুষের খাওয়ার উপযোগী বলে ঘোষণা করেছে। এই ধরণের মোমের আস্তরণ আপেল টাটকা রাখতে এবং ওজন সঠিক রাখতে সাহায্য করে বলেও জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!