এখন পড়ছেন
হোম > জাতীয় > অপ্রতিরোধ্য বিজেপি! অনেক চেষ্টা করেও আটকানো গেল না গেরুয়া ঝড়! স্বস্তিতে সরকার জানুন বিস্তারে

অপ্রতিরোধ্য বিজেপি! অনেক চেষ্টা করেও আটকানো গেল না গেরুয়া ঝড়! স্বস্তিতে সরকার জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট এবারেও বিরোধীদের আশায় জল ঢেলে সরকার ধরে রাখল বিজেপি। মণিপুরে বেশ কিছুদিন ধরেই বিজেপি সরকার ধরে রাখা নিয়ে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছিল। সমস্যার শুরু হয় বিজেপির তিন বিধায়ক ইস্তফা দেওয়ার পর। রীতিমত চ্যালেঞ্জ নিয়ে সোমবার সরকার ধরে রাখার জন্য আস্থাভোটে নামে বিজেপি। এবং যথারীতি ‘সব ভালো যার শেষ ভালো তার’ প্রবাদ বাক্যটিকে সত্যি করে গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর নেতৃত্বে মণিপুরে ক্ষমতা ধরে রাখে বিজেপি।

সোমবার বিকেলে মণিপুরের আস্থা ভোট সম্পন্ন হয়। মণিপুর বিধানসভায় ষাটটি আসনের মধ্যে এই মুহূর্তে 53 জন বিধায়ক রয়েছেন। ষাট জনের মধ্যে তিনজন বিধায়ক পদত্যাগ করেছেন এবং দুর্নীতির অভিযোগে চারজন বিধায়ককে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে মণিপুর বিধানসভায় আস্থা ভোটে কংগ্রেসের পক্ষ থেকে ইবোবি সিং এর নেতৃত্বে 24 জন বিধায়ক এর মধ্যে মাত্র 16 জন বিধায়ককে উপস্থিত থাকতে দেখা যায়। সেই মুহুর্ত থেকেই পরিষ্কার হয়ে যায় বিজেপির আস্থা ভোট জেতার ব্যাপারটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভায় কংগ্রেসের 16 জন বিধায়ক খুব স্বাভাবিকভাবেই বিজেপির বিপক্ষেই ভোট দেন। কিন্তু অন্যদিকে বিজেপির পক্ষে ভোট পড়ে 28 টি। যথারীতি খুব সহজেই আস্থাভোট জিতে যায় গেরুয়া শিবির। আস্থা ভোটের পরবর্তীতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইবোবি সিং এই আস্থা ভোট পর্বকে ভুয়ো ভোটের নাম দিয়েছেন। গত 28 জুলাই মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। এরপরই শুরু হয় যাবতীয় রাজনৈতিক কর্মপ্রক্রিয়া।

অন্যদিকে কংগ্রেসের তরফে এদিন ভোট ডিভিশনের দাবি তোলা হয় মণিপুর বিধানসভায়। যদিও স্পিকার সেকথা মেনে নেয়নি বলেই জানিয়েছেন ইবোবি সিং। যথারীতি আস্থা ভোট পরিচালনা নিয়েও স্পিকারের বিরুদ্ধে কংগ্রেস সরব হয়েছে মণিপুর বিধানসভায় বলে জানা গেছে। এদিন সংখ্যাতত্ত্বের বিচারে মণিপুরে আবার ক্ষমতায় ফিরে এলো গেরুয়া শিবির। তবে মণিপুরে এই আস্থা ভোট জেতা বিজেপির কাছে রীতিমতো চ্যালেঞ্জ ছিল। তবে শেষ বাজি জিতে বিজেপি শিবির যে একজন যোগ্য ব্যক্তির হাতে মণিপুরে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব দিয়েছে, এককথায় তা স্বীকার করে নিচ্ছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!