এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > লোকসভার আগে মুখ্যমন্ত্রীর জন্য ‘সেমিফাইনাল’ খেলে দেখিয়ে দিতে চান অপূর্ব সরকার

লোকসভার আগে মুখ্যমন্ত্রীর জন্য ‘সেমিফাইনাল’ খেলে দেখিয়ে দিতে চান অপূর্ব সরকার


জল্পনাটা চলছিল ২০১৬ এর বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই। কিন্তু বিভিন্ন কারণেই শেষ পর্যন্ত হয়ে উঠছিল না (দুর্জনেরা বলেন দাবি-দাওয়া সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ না হওয়াতেই তা আটকে ছিল), অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে শাসকদলে যোগ দিলেন কান্দির কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার। ২০০৬ সালে কংগ্রেস প্রার্থী অতীশ সিংহের বিরুদ্ধে কান্দি থেকে অপূর্ববাবুকে ‘নির্দল’ হিসাবে জিতিয়ে এনে বিধায়ক করেন অধীর চৌধুরী, পরে অবশ্য তিনি কংগ্রেসেই যোগ দেন। তারপর ২০১১ ও ২০১৬ তেও কংগ্রেসের টিকিটে বিধায়ক হন। দীর্ঘদিন ধরেই কান্দি পুরসভার চেয়ারম্যান পদে আসীন তিনি।

সেই অপূর্ববাবু শাসকদলে যোগ দিয়েই হুঙ্কার ছাড়লেন। তিনি বলেন, আমি আরও একটা সেমিফাইনাল খেলতে চাই। আমি আবেদন রাখি মন্ত্রীর কাছে, যদি মনে করেন লোকসভার আগে একটা সেমিফাইনাল খেলবেন আমি অপূর্ব সরকার আপনাদের আশীর্বাদ নিয়ে রাজি আছি। আমাকে অনুমতি দিলে সেমিফাইনালে খেলতে চাই লোকসভার আগে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন। আগামী নির্বাচনে সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণতলে নিবেদন করব। অন্যদিকে, অপূর্ববাবুর হাতে ঘাসফুল পতাকা তুলে দিয়ে শুভেন্দুবাবু বলেন, কান্দিতে কংগ্রেসের পতাকা ধরার এখন আর কেউ থাকল না। আমি আগেই ঘোষণা করেছিলাম, কান্দিতে গিয়ে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে দেব। আজ সেটাই করলাম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!