এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আর বহিরাগত নন প্রশান্ত কিশোর, এবার তিনি বাংলার ঘরেরই ছেলে, জেনে নিন কিভাবে?

আর বহিরাগত নন প্রশান্ত কিশোর, এবার তিনি বাংলার ঘরেরই ছেলে, জেনে নিন কিভাবে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কিছুদিন পরেই রয়েছে ভবানীপুরের বহু প্রতীক্ষিত উপনির্বাচন। জমে উঠেছে প্রচারের শেষ লগ্ন, আর এই পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, এখন থেকে ভবানীপুরের ভোটার হয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। ভবানীপুরের উপ নির্বাচনের আগে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানেই প্রশান্ত কিশোরের নাম দেখতে পাওয়া যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে একটি টুইট করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সপ্তর্ষি চৌধুরী। টুইট করে তিনি জানিয়েছেন, অবশেষে প্রশান্ত কিশোর হলেন ভবানীপুরের ভোটার। বাংলার মেয়ে কি তবে বহিরাগত ভোটারকে চায়? ভবানীপুরের সেন্ট হেলেন স্কুলের পার্ট নম্বর ২২২ এর ভোটার হয়েছেন প্রশান্ত কিশোর। তবে প্রশান্ত কিশোরের শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত মার্চ মাসেই প্রশান্ত কিশোর ভবানীপুরের ভোটার হয়েছেন। গত বিধানসভা নির্বাচনে ভোট দানও করেছেন। কলকাতা থেকে তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন। সে কারণে কলকাতার ভোটার তিনি হয়েছেন।

বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ ও বিজেপি নেতা সপ্তর্ষি চৌধুরী টুইট করে এ বিষয়টি সামনে এনেছেন। এখন প্রশ্ন উঠেছে, ভবানীপুরের ভোটার কিভাবে হলেন প্রশান্ত কিশোর? অনেকে বলছেন যে, লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন প্রশান্ত কিশোর। সংবিধানের বিধান অনুযায়ী, কোনো একটি স্থানে কেউ যদি দীর্ঘদিন ধরে বসবাস করেন, তবে তিনি সেখানকার ভোটার হতে পারবেন। তবে, এক্ষেত্রে আগের এলাকা থেকে তার নাম তুলে নিতে হবে, এরপর তার নাম আবার নথিভুক্ত করতে হবে। ভবানীপুরের ভোটার তালিকায় পিকের নম্বর হলো ৯০৫, সেখানে তার বয়স উল্লেখ করা হয়েছে ৪৪ বছর, তার বাবা শ্রীকান্ত পান্ডের নামও সেখানে উল্লেখ করা হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!