এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আর চুপ থাকা নয়, এবার শোভন বৈশাখীকে কড়া বার্তা গেরুয়া শিবিরের পক্ষ থেকে

আর চুপ থাকা নয়, এবার শোভন বৈশাখীকে কড়া বার্তা গেরুয়া শিবিরের পক্ষ থেকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে গেরুয়া শিবিরে ঘটা করে যোগ দিলেও তাঁদেরকে কোনদিনই সক্রিয়ভাবে দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি। আর তাই নিয়ে দীর্ঘদিন যাবৎ গেরুয়া শিবিরের অন্য নেতারা আলাপ আলোচনা চালিয়ে গেছেন শোভন-বৈশাখীর সঙ্গে। অবশেষে শোভন-বৈশাখীর দাবি মেনে তাঁদেরকে গুরুত্বপূর্ণ পদও দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হলোনা। আর তাই এবার কড়া পদক্ষেপ বিজেপির। গেরুয়া শিবিরের লক্ষ্য ছিল, পুরসভার নির্বাচনের পরিপ্রেক্ষিতে শোভন চট্টোপাধ্যায়কে গেরুয়া শিবিরের মুখ হিসেবে সামনে আনবে।

সেই সূত্রেই সোমবার আয়োজন করা হয়েছিল কলকাতায় এক মেগা রোড শো এর। প্রথম থেকেই ঠিক ছিল এই রোড শোতে উপস্থিত থাকবেন শোভন এবং বৈশাখী। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় মিছিলে আসার আমন্ত্রণ না পাওয়ায় অনুপস্থিত থাকার কথা বলেন। পরে অবশ্য তিনি তাঁর অসুস্থতার কথাও বলেন। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর অনুপস্থিত থাকার কথা শোনার পর থেকেই জল্পনা শুরু হয় বাংলার রাজনৈতিক মহলে শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। এবং যথারীতি সমস্ত অনুমানকে সত্যি প্রমাণ করে শোভন চট্টোপাধ্যায় আজকের দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকেছেন। খুব স্বাভাবিকভাবেই বিড়ম্বনায় পড়েছে গেরুয়া শিবির।

মেগা রোড শো সম্পূর্ণ করতে পথে নামতে হয় মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের। আর তাই এবার কঠোর ব্যবস্থা নিতে আসরে নামল গেরুয়া শিবির। জানা গেছে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার পর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদরদপ্তরে বিজেপির কার্যালয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর নামে একটি ঘর বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এবার বিজেপির পক্ষ থেকে সেই ঘরে তালা দেওয়া হল। মনে করা হচ্ছে, শোভন-বৈশাখী সক্রিয়ভাবে দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হলো। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শোভন-বৈশাখীর এহেন নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি শোভন-বৈশাখীর ঘরে তালা পড়া নিয়েও তিনি কিছুই জানেন না বলে জানান। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অবশ্য প্রথম থেকেই দিলীপ ঘোষের সংঘাতের সম্পর্ক। শোভন-বৈশাখী যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন দিলীপ ঘোষ তাঁদের কটাক্ষ করেছিলেন ‘ডালভাত’ বলে। তারপর চরমে উঠেছিল তাঁদের সংঘাত। কিন্তু পরে অবশ্য দলীয় নেতৃত্বের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠক করেছেন। আর তারপরেই শোভন চট্টোপাধ্যায় কলকাতা জোনের পর্যবেক্ষকের পদে বসায় বিজেপি। বৈশাখীকে করা হয় সহ-আহ্বায়ক। পদ দেওয়ার পরেই পরিকল্পনামাফিক রোড শো এর আয়োজন করা হয়।

কিন্তু শোভন আমন্ত্রণ পেলেও বৈশাখী আমন্ত্রণ পাননি বলে জানা গেছে। ফলস্বরূপ, আবারও উপেক্ষিত এবং আবারও নিষ্ক্রিয়তা। তবে এবার আর গেরুয়া শিবির চুপ করে শোভন-বৈশাখীকে উপেক্ষা করেনি। শোভন বৈশাখীকে কড়া বার্তা দিতেই কি মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ে শোভন বৈশাখীর নামে বরাদ্দ ঘরে তালা ঝোলানো হল? শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। বিশেষজ্ঞদের মতে, শোভন বৈশাখীকে দলে নিয়ে গেরুয়া শিবির এখন চরম অস্বস্তিতে ভুগছে। সেসময় শোভন-বৈশাখীকে দলে নিয়ে তৃণমূলকে যোগ্য জবাব দেওয়ার কথা ভেবেছিল গেরুয়া শিবির। কিন্তু ক্রমশ দেখা গেল, তৃণমূলে যেরকম সক্রিয় ছিলেন শোভন, গেরুয়া শিবিরে পা দিয়েই কিন্তু ঠিক সেভাবেই নিষ্ক্রিয় হয়ে গেলেন।

দলে থেকেও যে ভাবে দিনের পর দিন শোভন চট্টোপাধ্যায় নিষ্ক্রিয় হয়ে রয়েছেন তাতে গেরুয়া শিবিরে এবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর গুরুত্ব কমতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। আর সে ক্ষেত্রে আজকের দলীয় কর্মসূচিতে কথা দিয়েও হাজির না হওয়ায় কফিনের শেষ পেরেক পোঁতা হল বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, শোভন বৈশাখীর সঙ্গে কি এবার বিজেপি সম্পর্ক ত্যাগ করবে? তাহলে বাংলায় আবারও রাজনৈতিক চমক আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!