এখন পড়ছেন
হোম > জাতীয় > “আর কত বঞ্চনা?” ফের কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেন মমতা? এবার কোন ইস্যুতে! জেনে নিন!

“আর কত বঞ্চনা?” ফের কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেন মমতা? এবার কোন ইস্যুতে! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পুজোর আগে বাংলার একাধিক জেলা বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া থেকে শুরু করে হুগলি, বর্ধমানের একটা অংশে ডিভিসি জল ছাড়ার কারণে প্রবল সমস্যার মুখে রয়েছেন সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে আজ বন্যা কবলিত পুরশুড়া এলাকায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গোটা পরিস্থিতি দেখার পরেই আবার কেন্দ্রের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেন তিনি।

প্রসঙ্গত, এদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে এক্ষেত্রে বঞ্চনা নিয়ে অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বারবার বলে ফেডআপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। ডিভিসি আরও দুই লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের ৭০ থেকে ৮০ শতাংশ ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে?”

বিরোধীদের বক্তব্য, সব ব্যাপারেই কেন্দ্র করে দেবে, আর তিনি নিজে ক্রেডিট নেবেন, এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল। ১০০ দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কেন্দ্র বঞ্চনা করছে বলে নাকে কান্না কাঁদতে দেখা যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আর এবার বন্যা পরিস্থিতি সামাল দিতে যখন রাজ্য ব্যর্থ, তখন আবারও সুকৌশলে কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে বঞ্চনার নাটক করতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই দাবি বিরোধী শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!