এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আর কতদিন ঝগড়া চলবে!” দুই নেতাকে সটান প্রশ্ন মমতার! ডামাডোল তৃনমূলে!

“আর কতদিন ঝগড়া চলবে!” দুই নেতাকে সটান প্রশ্ন মমতার! ডামাডোল তৃনমূলে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরম অস্বস্তিতে রাখছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। বারবার দলীয় নেতাদের সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও কাজ হয়নি। আর এই পরিস্থিতিতে নতুন তৃণমূল ভবনে প্রথম রাজ্য কমিটির বৈঠকের দিনেই কোচবিহারের নেতাদের কড়া ভাষায় ভৎসনা করলেন তৃণমূল নেত্রী। যেখানে উদয়ন গুহ এবং রবীন্দ্রনাথ ঘোষকে বিবাদ মেটানোর নির্দেশ দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন তৃণমূল ভবনে রাজ্য কমিটির বৈঠকে উদাহরণ গুহ এবং রবীন্দ্রনাথ ঘোষকে ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনাদের মধ্যে এই সমস্যা আর কতদিন চলবে! ঝগড়া করে তো আপনারা দলটাকেই তুলে দেবেন।” শুধু তাই নয়, জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কেও শুধরে যাওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে তাকেও সরিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেন তৃণমূল নেত্রী।

বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোচবিহার জেলায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব থামছে না কিছুতেই। তাই এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে নেতাদের একসাথে কাজ করার পরামর্শ দিলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!