এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আর মমতা ব্যানার্জির হাতে তৃণমূলের কর্তৃত্ব নেই? একি বললেন হেভিওয়েট সাংসদ? তীব্র জল্পনা রাজ্যে

আর মমতা ব্যানার্জির হাতে তৃণমূলের কর্তৃত্ব নেই? একি বললেন হেভিওয়েট সাংসদ? তীব্র জল্পনা রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো নির্বাচনেই জয়লাভ করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে ময়দানে নামতে হয়। যদি তা না হয়, তাহলে জয় আসতে অনেকটাই বাধাপ্রাপ্ত হতে হয় তৃণমূল কংগ্রেসকে‌। এমনকি অনেক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একথাও বলতে শোনা গেছে, “সব আসনে আমি প্রার্থী‌। আপনারা আমাকে দেখে ভোট দিন।” অর্থাৎ তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই যে জনসাধারণ সমর্থন করেন, তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কি দলের কর্তৃত্ব এবার চলে গেছে অন্য কারও হাতে? এমনটা বলে এবার তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। প্রসঙ্গত, সাম্প্রতিককালে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে তারই ভাইপো তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে একথাও বলতে শোনা গেছে যে, আগামী দিনে দল কারা সামলাবে, তা তিনি তৈরি করে দিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াতে এক প্রকার স্পষ্ট হয়ে গেছে যে, তৃণমূলের দায়িত্বে অভিষেকবাবু। তৃণমূলের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যায়, রাজনীতিতে সেভাবে প্রবীণ না হওয়া অভিষেকবাবুকে কেন এখনই দলের সমস্ত রাশ তুলে দেওয়া হচ্ছে! তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই অবস্থায় তৃণমূল দলের কর্তৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অন্য কারও হাতে চলে গেছে বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এদিন তিনি বলেন, “তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক সব দখল করে নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত কমিটি কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অনেক নেতাই তৃণমূল ছাড়ার জন্য মুখিয়ে আছেন। শুধু সময়ের অপেক্ষা। করোনা বিদায় নিলেই তৃণমূলের দুর্দিন শুরু হয়ে গিয়েছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অর্জুন সিংহ এই কথা বলে তৃণমূলের ভেতরকার দ্বন্দ্ব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে উত্থানকে অনেকেই ঠিকমত মেনে নিতে পারছেন না। সেদিক থেকে শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতা থাকা সত্ত্বেও, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কেন তাকে দলের মাথায় বসিয়ে দিচ্ছেন!

তা নিয়ে অনেকেই তলায় তলায় ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন বলে খবর। আর এমত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে তৃণমূলের কর্তৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছেন বলে মন্তব্য করে তৃণমূলের কর্মী-সমর্থকদের ক্ষোভ বাড়িয়ে দিতে উদ্যত হলেন অর্জুন সিংহ। সব মিলিয়ে অর্জুনবাবুর এই মন্তব্য এখন তৃণমূলের বিড়ম্বনা কতটা বৃদ্ধি করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!