এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আর রেয়াত নয়, এবার মুকুল রায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে বিজেপি

আর রেয়াত নয়, এবার মুকুল রায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন সপুত্র মুকুল রায়। দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মুকুল রায়। তাই বিজেপিতে তাঁর বহু অনুগামী রয়েছে। তৃণমূল সূত্রের খবর, বেশ কিছু বিজেপি নেতা এরমধ্যেই মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। যে কোন সময়ে বিজেপিতে তিনি একটা বড়সড় ভাঙ্গন ধরাতে পারেন, এমন একটা সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছেন বিজেপির দুই বিধায়ক। গত শুক্রবার বিধানসভায় বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা ও জুয়েল মুর্মূ একেবারে মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। তাঁদের এই কার্যক্রম দলের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তাই এবার থেকে মুকুল রায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে বিজেপি।

মুকুল রায়ের বিরুদ্ধে একেবারে তেড়েফুঁড়ে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর বিরুদ্ধে সম্প্রতি কঠোর বক্তব্য রেখেছেন। মুকুল রায়ের প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, বাংলার রাজনীতিতে মুকুল রায় হলেন একজন বরিষ্ঠ নেতা। যিনি বিজেপির টিকিটে জয়লাভ করে যোগ দিয়েছেন তৃনমূলে। এখন নির্লজ্জের মত বিধানসভায় বিজেপির বেঞ্চে বসে রয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, পিএসি চেয়ারম্যান হবেন বলেই তিনি ত্রিশঙ্কু হয়ে গেছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায়কে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, একজন রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষের কাছে কী উদাহরণ তৈরি করেছেন মুকুল রায়? তিনি প্রশ্ন করেছেন, রাজনীতি থেকে কি নৈতিকতা হারিয়ে যাচ্ছে? এরপর মানুষ আর রাজনীতি সম্পর্কে আগ্রহ দেখাবে না। একজন লোক বিজেপি থেকে জয়লাভ করলেন, এরপর অন্য দলে যোগদান করার পর তাঁকে পিএসি কমিটির চেয়ারম্যান করা হচ্ছে। তৃণমূলের এই ধরনের চালাকি রাজনীতির প্রতিবাদ জানাবে বিজেপি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন করেছেন, এটা কি সংসদীয় পরম্পরা হতে পারে? তৃণমূলের এই চালাকির জবাব দিতে তাঁরা ব্যাপক বিরোধিতায় নামতে চলেছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে মুকুল রায়ের বিষয় নিয়ে দলের বৈঠকে প্রস্তাব দেয়া হয়েছে। সরকার যদি চালাকি করে, সংসদীয় নীতি যদি না মানে, তবে, তাঁরা তার বিরোধিতা করবেনই। আর এই বিরোধিতা চলতেই থাকবে।

তৃণমূলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্দোলন জারি রাখবে বিজেপি। সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে প্রতিবাদে নামতে চলেছে বিজেপি। বিজেপির বিধায়কদের এই নির্দেশ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। শুভেন্দু অধিকারী বিধায়কদের এই ইস্যুতে এমনভাবে আন্দোলন করার নির্দেশ দিয়েছেন, যাতে কান ঝালাপালা হয়ে যায় রাজ্যের শাসক দল তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!