এখন পড়ছেন
হোম > রাজ্য > জামিন পেলেন না আরাবুল ,বাড়ছে জল্পনা

জামিন পেলেন না আরাবুল ,বাড়ছে জল্পনা


আইনজীবির সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে রবিবার বারুইপুর আদালত আরাবুল ইসলামের জামিনের আবেদন খারিজ করে দিলো। উলেটে আদালতে এদিন আগামী ৮ই জুন পর্যন্ত আরাবুল ইসলামকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো। সাংবাদিকেরা এদিন আদালত চত্বরে আরাবুল ইসলামের আইনজীবিকে জামিন আবেদনের সপক্ষে কী কী যুক্তি দেওয়া হয়েছে জিজ্ঞাসা করলে , আইনজীবি হাফিজুর রহমান জবাবে বললেন, ”আরাবুল ইসলাম অত্যন্ত অসুস্থ। সাড়ে চারশো সুগার তাঁর। হৃদযন্ত্রে এর প্রভাব পড়তে পারে। সে কারণে এতদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে তাঁকে। আদালতে হাজির পর্যন্ত করা যায়নি।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুধু এইটুকুই নয় আরাবুল ইসলামের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশের দিকে আঙুল তুলে আইনজীবী হাফিজুর রহমান বললেন, ”গ্রেফতারির ২৪ ঘণ্টা পর এফআইআর হয়েছে। অথচ পুলিশ আমাদের এতটাই সক্রিয় যে এফআইআর দায়ের করার আগেই গ্রেফতার করা হল আরাবুল ইসলামকে। এ তো রাম না হতেই রামায়ন। এ মামলাই তো হতে পারে না।” এখন রাজনৈতিক মহলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে জামিনে খারিজ হয়েই কী আরাবুল ইসলাম , দলনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হবেন , নাকি নিজের ভুল বুঝতে পেরে দলের বাধ্য সদস্য হয়েই জনপ্রতিনিধিত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য পঞ্চায়েতের ভোটের সময় ভাঙড়ে নির্দল প্রার্থীর সমর্থনে একটি মিছিল বের হয়। সেই মিছিলে গুলি চালায় দুষ্কৃতিরা। গুলির আঘাতে মৃত্যু হয় হাফিজুল মোল্লার।এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ গ্রেফতার করে আরাবুল ইসলামকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!