এখন পড়ছেন
হোম > রাজ্য > বুকে ব্যাথা নিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আরাবুল ইসলাম

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আরাবুল ইসলাম


শনিবার বিকালে গুরুতর বুকে ব্যাথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন ভাঙরের জোড়াফুল শিবিরের হেভিওয়েট নেতা আরাবুল ইসলাম। জেলবন্দি অবস্থায় বুকে ব্যাথা অনুভব করায় তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন ভাঙরের এই দুর্দন্ডপ্রতাপ নেতা এসএসকেএম এর ক্রিটিক্যাল কেয়ারে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যায়, এবারের পঞ্চায়েত নির্বাচনে ভাঙরের জমি আন্দোলনকারী সংগঠন থেকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার সময় কিছু নেতা হয়েছেন তৃণমূলের সন্ত্রাসের শিকার।  এমনটাই অভিযোগে জানান তাঁরা। জানা গেছে, তাছাড়া এই নির্দলপ্রার্থীদের ভিতর একজনের মৃত্যু হয় তৃণমূলের সন্ত্রাসের জেরে। খুনের অভিযোগ উঠেছিলো আরাবুলের বিরুদ্ধে। তারপরই মুখ্যমন্ত্রীর আদেশে হেফাজতে নেওয়া হয় তাকে। তারপর থেকেই সরগরম হয়ে আছে ভাঙরের রাজনীতির আবহাওয়া।  জোড়াফুলের দাপটে নির্দল প্রার্থীরা এতোটাই ভীত হয়ে ছিল যে শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পন্ন হয়েছিল তাঁদের মনোনয়ন পর্ব। যে দাপুটে নেতার প্রতাপে কাঁপতো গোটা ভাঙড়ের বিরোধী গোষ্ঠীরা তাঁরই আচমকা শারীরিক অবনতিতে নড়চড়ে বসেছে ভাঙরের ঘাসফুল শিবির। তাঁর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা সে সম্পর্কে এখনো কোনো খবর প্রকাশ্যে আসেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!