এখন পড়ছেন
হোম > রাজ্য > অসুস্থতা দেখিয়েও জামিন মিলল না আরাবুল ইসলামের, বাড়ছে রাজনৈতিক জল্পনা

অসুস্থতা দেখিয়েও জামিন মিলল না আরাবুল ইসলামের, বাড়ছে রাজনৈতিক জল্পনা


মঙ্গলবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা ছিলো। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এদিন  আদালতে তাঁর আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। বরং বিচারক স্পষ্ট ভাষায় বললেন , আরাবুল ইসলাম যতদিন না সুস্থ হচ্ছেন, ততদিন তাঁর জামিনের আবেদনের শুনানি হবে না। উল্লেখ্য গত শুক্রবার জেলের মধ্যে হঠাৎই তৃণমূল নেতা আরাবুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন । তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের দিন কয়েক আগে ভাঙড়ে এক নিরীহ গ্রামবাসী মারা গিয়েছিলেন আরাবুলবাহিনীর সন্তাসের দৌড়াত্ম্যে। এরপরে  ১২ ই মে নতুনহাটে নির্দল প্রার্থীদের সমর্থনে পদযাত্রার আয়োজন হয়। এই পদযাত্রা নিশানা করে এলোপাথারি গুলি – বোমা ছোঁড়া হয়। এই ঘটনায় হাফিজুল ইসলাম নামে এক যুবকের মাথার গুলি লাগলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এরপরে ভাঙড় এলাকা স্বভাবতই উত্তাল হয়ে ওঠে। উত্তেজিত জনতার ক্ষোভ প্রশমিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। রাতে কাশীপুরের বাড়ির পিছনে বাগান থেকে শাসকদলের নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। বারুইপুর মহকুমা আদালত আরাবুলকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। উল্লেখযোগ্য ভাবেই তিনি এইবার পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!