এখন পড়ছেন
হোম > রাজ্য > পাওয়ার গ্রিড হচ্ছে,জিতে জানালেন আরাবুল-পুত্র

পাওয়ার গ্রিড হচ্ছে,জিতে জানালেন আরাবুল-পুত্র


সম্প্রতি ভাঙর খবরের শিরোনামে এসেছিলো হাফিজুল হত্যাকান্ডে। ১১ মে ভাঙরে পাওয়ার গ্রীড বিরোধী মিছিল চলাকালীন খুন হয়েছিলেন হাফিজুল মোল্লা। আর এই হত্যা মামলায় অভিযোগের আঙুল উঠেছিল এলাকার তৃণমূলের হেভিওয়েট নেতা আরাবুল ইসলামের দিকে। বর্তমানে তিনি জেলবন্দি। এবার সেই ভাঙরেই পঞ্চায়েত নির্বাচনের ফলে জয়জয়কার তৃণমূলের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ভাঙরে ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে ২,২৬৫ টি ভোটে জিতলেন আরাবুল ইসলাম জমিরক্ষা কমিটির নেতা শরিফুল মল্লিককে হারিয়ে। অন্যদিকে তাঁরই ছেলে হাকিমুল ইসলাম পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জমিরক্ষা কমিটির নেতা এন্তাজুল খানকে ১,২৮৭ ভোটে হারালেন। জয়ের উল্লাসে হাকিমুল বললেন,”সরকার চাইছে পাওয়ার গ্রিড,ভাঙরের মানুষ চাইছে পাওয়ার গ্রিড। আজ মানুষের রায় সেকথাই স্পষ্ট করে দিয়েছে।” অন্যদিকে, আরাবুল ইসলাম জেলবন্দিট অবস্থায় ছেলে হাকিমুূলের জয়ে উচ্ছ্বাসিত হয়ে মন্তব্য করলেন,” ভাঙরের পাওয়ার গ্রিড নিশ্চয়ই হবে। ভাঙরের মানুষ চান গ্রিড হোক।” প্রসঙ্গত,আরাবুলবাবু জেলে থাকলেও ভাঙড়ে বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন তাঁর বিরুদ্ধে। অভিযোগ ছিল জেল থেকেই কাজ করছেন আরাবুলবাবু। অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!