এখন পড়ছেন
হোম > রাজ্য > আরামবাগের ঘাসফুল-গড়ে দাপুটে নেতার বাড়িতে ঢুকে বোমাবাজি চালাল দুষ্কৃতীরা

আরামবাগের ঘাসফুল-গড়ে দাপুটে নেতার বাড়িতে ঢুকে বোমাবাজি চালাল দুষ্কৃতীরা

রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাস না কাটতেই রাজনৈতিক হিংসার জেরে উত্তপ্ত আরামবাগের হরিণখোলা। এলাকার স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে আরামবাগের হরিণখোলার পূর্ব কৃষ্ণপুরে ১০-১২ জন আততায়ী তৃণমূল কংগ্রেস নেতা পার্থ হাজারি ও পলাশ রায়ের বাড়িতে চড়াও হয়ে মোটরবাইক, সাইকেল, সাবমার্শিবেল পাম্প ও জলের ট্যাঙ্ক ভেঙে দেয়। এছাড়াও বাড়িতে মজুত করা ফসল নষ্ট করে দেয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই সময়ে তৃণমূল কংগ্রেস নেতা পার্থবাবু বাড়িতে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সেই কারণে আততায়ীরা পার্থ বাবুর মা মাধবী হাজারি ও পরিবারের সদ্যদের হুকি দিয়ে বলে তৃণমূল কংগ্রেস দলকে সমর্থন করলে বা দলীয় সদস্য পদে বহাল থাকলে তা প্রাণহানী হতে পারে বলে অভিযোগ । স্বভাবতই এই ঘটনার পরে ঐ দুই পরিবারের মহিলারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। পার্থবাবুর মতো পলাশবাবুর বাড়িতেও একই ভাবে আততায়ীরা হামলা চালায় এবং ভাঙচুর করে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ঐ সময়ে নিজের বাড়িতে উপস্থিত পলাশ বাবু কোনো মতে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুস্কৃতীরা পালিয়ে যায়। এদিকে এই ঘটনায় পার্থবাবু যুব তৃণমূল কর্মীদের সন্দেহ করছেন। কিন্তু এলাকার যুব তৃণমূল কংগ্রেস নেতা লাল্টু খান অভিযোগ অস্বীকার করে বলেন,তারা কোনোভাবেই এই ঘটনার সাথে যুক্ত নয় , অন্য কেউ এই ঘটনার সঙ্গে জড়িত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!