এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আড়াআড়ি বিভাজিত তৃণমূল , গুরুত্বপূর্ণ বৈঠকে অনৈক্যের ছবি !

আড়াআড়ি বিভাজিত তৃণমূল , গুরুত্বপূর্ণ বৈঠকে অনৈক্যের ছবি !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। সাম্প্রতিককালে সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন থেকে শুরু করে বর্ষিয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষকে। আর এই পরিস্থিতিতে প্রথম কোর কমিটির বৈঠকে কার্যত অনৈক্যের ছবি প্রকাশ্যে চলে এলো। যেখানে চেয়ারম্যান থেকে শুরু করে আরও একাধিক নেতা সেই বৈঠকে উপস্থিত হলেন না। যার জেরে নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, বুধবার কোচবিহার জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতি পার্থপ্রতিম রায় থেকে শুরু করে উদয়ন গুহ, পরেশ চন্দ্র অধিকারী এবং মহিলা তৃনমূলের সভাপতিরা উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়নি কোচবিহার জেলা তৃনমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনকে। এছাড়াও রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে জগদীশ বর্মা বসুনিয়ার মত বিধায়করা উপস্থিত ছিলেন না এই বৈঠকে। কিন্তু কেন এত অনৈক্যের ছবি!

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “অনেকে শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি। বাইরে থাকার জন্যও অনেকে উপস্থিত হতে পারেননি। তবে কোর কমিটির প্রত্যেক সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে।” বিশেষজ্ঞদের মতে, কোচবিহার জেলায় তৃণমূলের মধ্যে যে চাপা অসন্তোষ রয়েছে, তা এই বৈঠকের মধ্যে দিয়েই পরিষ্কার। আগামী দিনে এই বিষয়টি কেন্দ্র করে যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আরও বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!