এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জল্পনা বাড়িয়ে অর্জুন এবার কেন্দ্রীয় মন্ত্রী হবার পথে? জানুন বিস্তারিত

জল্পনা বাড়িয়ে অর্জুন এবার কেন্দ্রীয় মন্ত্রী হবার পথে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের সময় থেকেই ব্যারাকপুরের রাজনৈতিক সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। অর্জুন সিংহের মত হেভিওয়েট তৃণমূল নেতা গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই তার বিরুদ্ধে নানা মামলা দায়ের করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্যই অর্জুন সিংহকে হেনস্থা করছে প্রশাসন।

এদিকে এইরকম একটা পরিস্থিতিতে সম্প্রতি বিজেপির অর্জুন সিংহের বাড়িতে শুক্রবার পুলিশ হানা দেয়। যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বঙ্গ রাজনীতিতে। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ট্যুইট করে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হন। যেখানে ট্যুইট করে তিনি বলেন, “অর্জুন সিংহ এবং তার পুত্রকে এনকাউন্টারের আশঙ্কা করছি। এই ধরনের চেষ্টা হলে তার পরিনাম ভালো হবে না।”

আর এই ঘটনা নিয়ে যখন বিস্তর বিতর্ক চলছে, ঠিক তখনই এই ব্যাপারে মুখ খুলে এবার অর্জুন সিংহের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যেখানে অর্জুন সিংহের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অর্জুন সিংহ চেয়ারম্যান থাকাকালীন 46 লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি শুক্রবার অর্জুনবাবুর বাড়িতে পুলিশি হানা নিয়ে কৈলাস বিজয়বর্গীয় যেভাবে এনকাউন্টারের আশঙ্কা করেছিলেন, এদিন সেই প্রশ্নের জবাব দিতেও দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে। তিনি বলেন, “অর্জুনকে কেউ চেনে না। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য তিনি এরকম করছেন। কৈলাস বিজয়বর্গীয় এক তৃণমূল নেতাকে মন্ত্রী করতে অনেক দৌড়াদৌড়ি করেছিলেন। এখন অর্জুন সিংহকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য নানাভাবে নানা কাণ্ড ঘটাচ্ছেন। বিজেপি হল জোকারের দল। ওদের দিন শেষ।”

স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে যখন অর্জুন সিংহ এবং বিজেপি প্রতিহিংসাপরায়ণ ভাবে পুলিশকে ব্যবহারের অভিযোগ তুলছে তৃণমূলের বিরুদ্ধে, ঠিক তখনই তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যেভাবে অর্জুন সিংহের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ করলেন, তাতে রীতিমত অস্বস্তিতে পড়লেন বিজেপির অর্জুন সিংহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বিজেপির অভিযোগ, গোটা ঘটনায় তৃণমূল নিজেদের দোষ চাপা দিতেই এখন অর্জুনবাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূলের মন্ত্রীর তোলা অভিযোগ কতটা শক্তি এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে পাল্টা কোনো মন্তব্য করা হয় কিনা, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!