সদ্য বিজেপিতে যাওয়া অর্জুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল, অপেক্ষা শুধু ভোট মেটার কলকাতা রাজ্য March 18, 2019 তৃণমূল থেকে যে সমস্ত নেতা-বিধায়করা বিজেপিতে যোগদান করছে, তৃণমূলে থাকার সময় তাদের বিরুদ্ধে একটি মামলা না হলেও বিজেপিতে যোগদানের পরই তাদের বিরুদ্ধে মামলা করছে রাজ্যের শাসক দল বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন বঙ্গ রাজনীতির চাণক্য তথা বিজেপি নেতা মুকুল রায়। কিন্তু বর্তমানে রাজ্যের গোটা প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। তাই তৃণমূল থেকে কেউ বিজেপিতে যোগ দিলেও শাসকদল চেষ্টা করেও তাদের পরিকল্পনামাফিক এই গ্রেফতার করতে পারবে না বলে বিজেপির তরফ থেকে দাবি করা হলে ভোটের পর তারা সদ্য তৃনমূল ত্যাগী বর্তমান বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে এবার আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর জ্যোতিপ্রিয় মল্লিকের এহেন মন্তব্যের জেরেই এবার তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সূত্রের খবর, রবিবার কাছারি রোডে একটি কর্মী সভায় উপস্থিত হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দিনের পর দিন ভাটপাড়া পুরসভার ভোটলুট করে গুন্ডারাজ সৃষ্টি করেছিলেন অর্জুন সিং। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কমিশন বসানো হবে।” আর জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যেই একাংশের প্রশ্ন, এতদিন তৃণমূলে থাকার সময় যদি সেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগই থাকত, তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না সেই জ্যোতিপ্রিয়বাবুরা? তাহলে কি বিজেপিতে আসার সাথে সাথেই সেই অর্জুন সিং দোষী হয়ে গেলেন? অন্যদিকে এদিনের এই সভায় উপস্থিত ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী সদ্য তৃনমূল ত্যাগী অর্জুন সিংকে গদ্দার বলে অভিহিত করে তৃণমূলের দখলেই ভাটপাড়া পৌরসভা থাকবে বলে জানিয়ে দেন। এদিকে তৃণমূলের এঈ সভা শেষ হয়ে যাওয়ার পরেই এদিন সেই এলাকার দখল নিয়ে নেন বিজেপি নেতা অর্জুন সিংয়ের অনুগামীরা। ঘটনাস্থলে উপস্থিত হন অর্জুন সিংহও। তিনি বলেন, “এখানে আগামী দিনে তৃণমূল থাকবে না। সব জায়গায় শুধু বিজেপি, বিজেপি আর বিজেপি দেখতে পাবেন।” সব মিলিয়ে এবার সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার মতামত জানান -