অর্জুন সিংয়ের বিজেপি যোগের মহাধাক্কা সামাল দিতে ব্যারাকপুরে পাল্টা ভাঙ্গনের কর্মসূচি শাসকদলের কলকাতা রাজ্য March 16, 2019 টিকিট না পেয়ে দলে বিদ্রোহী হয়ে উঠেছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। আর এরপরই তৃণমূল ছেড়ে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। এদিকে অর্জুন সিংয়ের এই দলবদলে কিছুটা হলেও চাপে পড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে রাজনীতিতে চাপ পাল্টা চাপের খেলা থাকেই। আর তাইতো অর্জুন সিংয়ের দলবদলের পরের দিনই বিজেপিকে চাপে রাখতে সেই অর্জুন সিংয়ের পরিবারেই ভাঙ্গন ধরাল শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে অর্জুন সিংয়ের ভাইপো তথা সিপিএমের এরিয়া কমিটির সদস্য সঞ্জয় সিং, বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংয়ের আত্মীয় তথা বিজেপির ব্যারাকপুর মহকুমা কমিটির সম্পাদক প্রমোদ সিং, কংগ্রেস থেকে সোমনাথ শ্যাম, রাজকুমার যাদব, ভাটপাড়া কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে বাম সমর্থিত নির্দল প্রার্থী জিতেন্দ্র সাউ এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য ধরমপাল গুপ্তা তৃণমূলে যোগদান করেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভাটপাড়ার হেভিওয়েট তৃণমূল বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগদানের পরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস “অর্জুন সিং তাদের কাছে ফ্যাক্টর নয়” এটা বোঝাতেই মরিয়া হয়ে সেই বর্তমান বিজেপি নেতা অর্জুন সিংয়ের আত্মীয়দের তৃণমূলে যোগদান করার চেষ্টা করলেন। সূত্রের খবর, এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল যুব সভাপতি পার্থ ভৌমিক, মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অন্যান্যরা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সেখানেই সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যে বা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নেতা হলেন এবং পিছন থেকে ছুরি মারার ব্যবস্থা করলেন তাদের বিরুদ্ধে এখন স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শুরু হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে।” এদিকে শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে এদিনই বিধায়ক অর্জুন সিংকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা এবং দলের প্রতি অবমাননাকর মন্তব্য করার জন্য টিটাগর থানা এদিন সেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে শাসক দল। অন্যদিকে ভাটপাড়া বিধানসভার অন্তর্গত তৃণমূলের যে সমস্ত কমিটি ছিল, সেই সমস্ত কমিটি ভেঙে দিয়ে এখন সেখানে নতুন নির্বাচন কমিটিই সংগঠনের যাবতীয় কাজকর্ম দেখবে বলে এদিন জানান উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে অর্জুন সিং বিজেপিতে গেলেও ভাটপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের রয়েছে বলেও এদিন জানিয়ে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে এবার হেভিওয়েট তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের দলবদলের পর নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া তৃণমূল কংগ্রেস সদস্য দলত্যাগী অর্জুন সিংয়ের আত্মীয়দের এই ঘাসফুল শিবিরের পতাকা হাতে ধরিয়ে “অর্জুন সিং তাদের কাছে ফ্যাক্টর নয়” বলে মরিয়া চেষ্টা চালালো বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। আপনার মতামত জানান -