এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পৌরসভা নিয়ে বড়সড় দাবি অর্জুন সিংহের‌, জেনে নিন

পৌরসভা নিয়ে বড়সড় দাবি অর্জুন সিংহের‌, জেনে নিন


লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভালো ফলাফল করার পরই রাজ্যের রাজনৈতিক চিত্র পাল্টাতে শুরু করে। বিভিন্ন পৌরসভা এবং বিধানসভার শাসকদলের জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে বিজেপির পতাকার নিজেদের হাতে তুলে নেন। যার ফলে কতটা গেরুয়া এবং সবুজের আধিপত্য থাকবে তা নিয়ে তীব্র দড়ি টানাটানি শুরু হয়।

বস্তুত, এবারে তৃণমূলের প্রাক্তন সৈনিক তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরেই বিজেপি বাংলায় ব্যাপক সাফল্য পেয়েছে। আর এরপর নিজের গড় থেকেই তৃণমূলকে কোণঠাসা করার ছক সাজিয়েছিলেন সেই মুকুল রায়। হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটির মত পৌরসভাগুলির কাউন্সিলরদের বিজেপিতে যোগদান করিয়ে প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের অবস্থার পরিবর্তন হতে শুরু করল। এবার তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কাউন্সিলররা ফের তৃণমূলে ফিরে আসতে শুরু করেছে। যাতে অস্বস্তি বাড়তে শুরু করেছে গেরুয়া শিবিরের। তাহলে কি পৌরসভার দখল পেয়েও অবশেষে তা হাতছাড়া হল বিজেপির! তা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনা সৃষ্টি হয়েছে, ঠিক তখনই এই ব্যাপারে মুখ খুলতে দেখা গেল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শনিবার দুপুরে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বীজপুর থানা ঘেরাও করে একটি বিক্ষোভ প্রদর্শন হয়। যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহ, বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, ব্যারাকপুর জেলা বিজেপির সাংগঠনিক সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্যরা। আর এই বিক্ষোভ প্রদর্শনের পরই অর্জুন সিংহের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধিদল বীজপুর থানায় গিয়ে আইসি কৃষ্ণেন্দু ঘোষের সাথে দেখা করে স্মারকলিপি জমা দেন। আর এরপরই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ বলেন, “পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে দলদাসের কাজ করছে। দুষ্কৃতীদের নিরাপত্তা দিলেও জনপ্রতিনিধিদের কোনো নিরাপত্তা নেই।”

বিজেপি হালিশহর এবং কাঁচরাপাড়া পৌরসভা দখল করলেও বর্তমানে সেই পৌরসভার কাউন্সিলররা ফের তৃণমূলে চলে যাওয়ায় এই পৌরসভাগুলিও কি এবার বিজেপির হাতছাড়া হতে চলেছে! এদিন এই প্রসঙ্গে মুখ খোলেন অর্জুন সিংহ। তিনি বলেন, “হালিশহর পুরসভায় আমরা শীঘ্রই পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনব। ওই পুরো বোর্ড আমাদের দখলে থাকবে। ভাটপাড়া বোর্ড বলেছিলাম আমাদের হবে, আর এবার বলছি হালিশহরও বিজেপিরই থাকবে।”

কিন্তু বিজেপির অর্জুন সিং এই দাবি করলেও তৃণমূল অবশ্য তারা মানতে নারাজ। তাদের দাবি, আসলে মিথ্যে কথা বলে এখন দলীয় কর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করছে বিজেপি। কিন্তু এসব করে কিছুই হবে না। কাঁচরাপাড়া, হালিশহর সমস্ত পৌরসভাই তৃণমূলের দখলে থাকবে।

কিন্তু কি হবে তা সময় বলবে, তবে যেভাবে দখল, পাল্টা দখলের রাজনীতি বাংলায় শুরু হয়েছে, তাতে এই পৌরসভার পরিষেবামূলক কাজকর্ম যাতে শিকেয় না ওঠে, এখন সেটা সেটা দেখাই সকলের কাছে প্রধান কাম্য বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!