এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অর্জুন সিংয়ের খাসতালুকে দুর্গা- বিসর্জনে ‘অসভ্যতার’ প্রতিবাদ, রড দিয়ে পেটানো হল তৃনমূল কাউন্সিলরকে

অর্জুন সিংয়ের খাসতালুকে দুর্গা- বিসর্জনে ‘অসভ্যতার’ প্রতিবাদ, রড দিয়ে পেটানো হল তৃনমূল কাউন্সিলরকে

রাজ্যের দুর্গোৎসব সুষ্টভাবে কাটাতে সকলকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দশমীতে প্রতিমা নিরঞ্জনে সেই নির্দেশ পালন তো দূর অস্ত উল্টে শান্তি স্থাপনে উদ্যোগী হলে দুস্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তৃনমূল কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি কারনে আঘাত নেমে এল শাসকদলের এই কাউন্সিলরের ওপরে?

সূত্রের খবর, গত দশমীর রাতে বারাকপুর চক্রবর্তীপাড়া দুর্গাবাড়ি পুজো কমিটির প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। যেখানে নাচ করছিলেন মহিলা সদস্যরা। আর কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই কারনে তাদের ঘিরে ধরে ছিলেন সেই ক্লাবের পুরুষ সদস্যরা। কিন্তু বারাকপুর ষ্টেশনের দিক থেকে চিড়িয়ামোড়ের দিকে কিছুটা এগিয়ে যেতেই কজন যুবক সেই মহিলাদের সাথে নাচার পাশাপাশি অসভ্য আচরন করতে থাকে। আর এরপরই ওই যুবকদের এহেন আচরনের প্রতিবাদ করলে পুজো কমিটির এক সদস্যকে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আর এহেন গন্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসেন বারাকপুর পুরসভার তৃনমূল কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়।

জানা যায়, তিনি এসে দুপক্ষকে বুঝিয়ে ব্যাপারটি মিটমাটের চেষ্টা করলে দুস্কৃতীদের তরফে সেই কাউন্সিলরকে ঘুষি মারা হয়। আর এরপরই ক্লাব সদস্যরা এগিয়ে আসলে পালিয়ে যায় সেই বিশৃঙ্খলাসৃষ্টিকারী যুবকেরা। কিন্তু এখানেই শেষ হয়নি গন্ডগোল। শোভাযাত্রা কিছুটা এগোতে না এগোতেই ফের সেই দুস্কৃতীরা লোহার রড নিয়ে এসে সেই তৃনমূল কাউন্সিলর এবং ক্লাব সদস্যদের বেদম মারধর করে। আর এরপরও কেউ না দমলে ক্লাব কতৃপক্ষের রোষানলে পড়ে পিছু হটে সেই দুস্কৃতীদল। জানা গেছে, এই ঘটনায় সেই দশমীর রাতেই টিটাগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সেই তৃনমূল কাউন্সিলর।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শুধু চক্রবর্তীপাড়া দুর্গাবাড়ি পুজো কমিটির শোভাযাত্রাতেই নয়, নোয়াপাড়ার গারুলিয়া পুজো কমিটির শোভাযাত্রায় কজন মদ্যপ যুবকদের বিরুদ্ধে মহিলাদের কটুক্তি করার অভিযোগ ওঠায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আর এই ঘটনার প্রতিবাদ করায় সেই মদ্যপ যুবকরা পুজো কমিটির সদস্যদের মারধর করলে প্রতিমা নিরঞ্জন স্থগিত রেখে থানায় একটি অভিযোগ দায়ের করেন ক্লাব সদস্যরা। ইতিমধ্যে এই ঘটনাতেও পাঁচজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!