এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং, জেনে নিন

মুখমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং, জেনে নিন


হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই একেবারে স্বমহিমায় শাসকদলের বিরুদ্ধে গর্জন করেছেন ভাটপাড়া স্বনামধন্য বিজেপি নেতা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে অর্জুন বাবু অভিযোগ করেন মনোজ ভার্মা একজন সুপারি কিলার। তাকে নিয়োগ করা হয়েছে খুন করার জন্য। এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ভয়াবহ অভিযোগ করেন ব্যারাকপুরে সাংসদ।

তিনি বলেন রবিবার বেলা দুটো নাগাদ জগদ্দল থানার আইসি তাকে ফোন করে বলেন বিজেপির তরফ থেকে সার্কিট মোড়ে যে অবরোধ চলছিল তা তুলে দেওয়ার জন্য। অর্জুন বাবুকে অনুরোধ করা হয় আর এই ফোন পাওয়ার পরেই সার্কিট মোড়ে ঘটনাস্থলে পৌঁছান অর্জুন বাবু। তিনি গিয়ে দেখেন বিধায়ককে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। দৃশ্য দেখে প্রতিবাদ করায় মনোজ বড়মাই নাকি লাঠি দিয়ে অর্জুন বাবুর মাথায় বাড়ি মারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন অর্জুন বাবু আরো বলেন যে তাকে মারতে মারতে মনোজ বর্মা বলছিলেন কিষানজী কে খুন করেছি তোকেও মারবো। অর্জুন সিং দাবি করেন তার উপরে হওয়া হামলার তদন্তভার আদালত যেন সিবিআইকে দেয়। পাশাপাশি মনোজ বর্মার ইতিহাস তদন্ত করে দেখা হোক বলেও এদিন দাবি বলেন তিনি।

প্রসঙ্গত হাসপাতাল থেকে অর্জুনবাবু বলছিলেন তাকে খুন করার ষড়যন্ত্র চলছে। নিজের সেই বয়ানী অপরিবর্তিত রেখেছে ব্যারাকপুরে সাংসদ এদিন শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে অর্জুন সিংহ বলেন মমতার নির্দেশে খুনের ষড়যন্ত্র চলছে। আর মনোজ ভার্মাকে সুপারি কিলার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি বলেছেন মনোজ ও আমার কাছে অভিযোগ জানালেও সিপি সেই অভিযোগ গ্রহণ করেনি। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং লোকসভার অধ্যক্ষকে জানিয়েছেন তিনি।
সবকিছু মিলিয়ে অর্জুন সিংকে ঘিরে সমগ্র ব্যারাকপুরে রাজনীতি যে এখন সরগরম তা বলার অপেক্ষা রাখে না এখন এই ঘটনা কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!