এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অর্জুন সিংহের উপর হামলা! রণক্ষেত্র হালিশহর!

অর্জুন সিংহের উপর হামলা! রণক্ষেত্র হালিশহর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত লোকসভা নির্বাচনের কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা অর্জুন সিংহ। আর অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন কারণে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে হালিশহর, কাঁচরাপাড়া সহ উত্তর 24 পরগনার একাধিক জায়গায়‌। পরবর্তীতে সেই অর্জুন সিংহ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি টিকিটে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে নিজের জয় নিশ্চিত করেন। তবে তারপরেও একাধিক ঘটনায় বিভিন্ন সময় উত্তর 24 পরগনা জেলার নানাপ্রান্তে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা অব্যাহত থাকতে দেখা যায়। যেখানে তৃণমূলের পক্ষ থেকে বেশিরভাগ অভিযোগ করা হয় সেই অর্জুন সিংহের বিরুদ্ধে।

কিন্তু এবার তৃণমূলের পক্ষ থেকে হামলার শিকার হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, রবিবার রাতেই হালিশহরে বলদেঘাটায় প্রাক্তন উপপ্রধান রাজা দত্তর বাড়িতে একটি বৈঠক করেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। সোমবার দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন কিভাবে পালন হবে, তার জন্যই এই বৈঠক ছিল বলে খবর।

অভিযোগ, সেই সময় বাইরে থাকা অর্জুন সিংহের গাড়ির ওপর হামলা চালানো হয়। আর এরপরই তার ওপর এই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন হেভিওয়েট এই বিজেপি সাংসদ। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর দু’পক্ষের সংঘর্ষে এখন রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়েছে হালিশহর এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, “তৃনমূলের কর্মী-সমর্থকরা আমার নিজের গাড়ি সহ তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে। পুলিশও আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। অশালীন ভাষায় কথা বলেছে।” যদিও বা অর্জুন সিংয়ের তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অর্জুন সিংয়ের ডেরা ভাটপাড়া-হালিশহরে তৃণমূল নতুন করে সংগঠন সাজাচ্ছে। সুবোধকে এখানকার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাতে ভয় পেয়ে অর্জুন এবং বিজেপি কর্মীরা পরিকল্পনা করে এই ধরনের হামলা চালিয়েছে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে কোথাও যদি সবথেকে বেশি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, তাহলে তা উত্তর 24 পরগনা জেলায়। আর এবার সামনে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে যেভাবে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করল উত্তর 24 পরগনায়, তাতে রীতিমত চাঞ্চল্য বাড়ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, রাজনৈতিক অশান্তি থামাতে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!