এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দল ছেড়ে মুকুলের মত অর্জুনের গলাতেও তৃণমূলের দমবন্ধ পরিবেশ, সঙ্গে প্রশ্ন অভিষেকের রাজনীতি নিয়ে

দল ছেড়ে মুকুলের মত অর্জুনের গলাতেও তৃণমূলের দমবন্ধ পরিবেশ, সঙ্গে প্রশ্ন অভিষেকের রাজনীতি নিয়ে


তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন বঙ্গ রাজনীতির চাণক্য তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়, ঠিক তখনই তিনি বিভিন্ন সভা সমিতিতে গিয়ে দাবি করেছিলেন, “তৃণমূল একটা লিমিটেড কোম্পানি। ওখানে ঠিকমতো নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়া যায় না।” আর এবার সেই মুকুল রায়ের পথে হেটে বিজেপিতে যোগদান করেই এদিন রাজ্যে ফিরে এসে সেই একই কথা শোনা গেল সদ্য তৃণমূলত্যাগী ভাটপাড়ার বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা অর্জুন সিংহের গলাতেও।

সূত্রের খবর, দলবদলের পর এদিন বিকেলে কলকাতা বিমানবন্দরে নেমে প্রথমেই সেখান থেকে বিজেপির রাজ্য সদর দপ্তরে যাওয়ার কথা ছিল বিজেপির নেতা অর্জুন সিংহের। কিন্তু তা না করে সরাসরি নিজের খাসতালুক ভাটপাড়াতে যান তিনি। প্রচুর সাধারণ মানুষ, কর্মী-সমর্থক ও জনপ্রতিনিধিদের আবেগ-উচ্ছ্বাসে ভাসতে ভাসতে ভাটপাড়া এসে পৌছন সদ্য তৃণমূলত্যাগী এই বিধায়ক।

এদিকে অর্জুন সিং ভাটপাড়ায় আসার সাথে সাথেই তাঁকে স্বাগত জানানোর পাশাপাশি চলে স্লোগান, আবির খেলা। আর এরপরই জগদ্দলের মেঘনা মোড়ে নিজের বাড়িতে ফিরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুনবাবু। আর সেখানেই তার সদ্যত্যাগী দল সম্পর্কে নানা কটাক্ষ শানাতে দেখা যায় তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন তৃণমূলের বিরুদ্ধে সুর ছড়িয়ে বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, “ওই দলে আমি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলাম। দমবন্ধ হয়ে আসছিল। নিঃশ্বাস-প্রশ্বাসের অভাব হচ্ছিল। তবে এখন আমি মুক্ত।” অন্যদিকে সম্প্রতি অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াতে তৃণমূলের তার কোনো প্রভাব পড়বে না বলে সেই অর্জুন সিংয়ের নাম না করে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে কটাক্ষ করলে এদিন তারও জবাব দিতে দেখা গেছে বিজেপি নেতা অর্জুন সিংহকে।

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “ও সিপিএমের মার খেয়ে রাজনীতি করেনি। তাই ওর সম্পর্কে বলার কিছু নেই। রাজনীতি করতে গেলে মানুষের পাশে থাকতে হয়, বড়দের সম্মান দিতে হয়। তাই ওর বক্তব্যে আমি কোনো মন্তব্য করব না। তবে এতটুকু বলতে পারি, দল ছেড়েছি বলে যারা বলে বেড়াচ্ছে, তারাও খুব তাড়াতাড়ি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবে।” এদিকে ভাটপাড়া পৌরসভা নিয়ে নানা জল্পনা চলাতে এদিন সেখানেও জল ঢেলে দিয়ে অর্জুন সিং বলেন, “আমি যেদিকে থাকব, ভাটপাড়া পৌরসভাও সেদিকে থাকবে।”

পাশাপাশি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরই জগদ্দল থানা এলাকা থেকে তার বিভিন্ন অনুগামীকে গ্রেপ্তার করা, তার অনুগামীদের বাড়িতে হামলা করা প্রসঙ্গেও এদিন শাসকদলের বিরুদ্ধে একহাত নেন অর্জুন সিংহ। তিনি বলেন, “আমার কর্মী-সমর্থকদের পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। আমাকে না জানিয়ে আমার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। আমাকে খুনের চক্রান্ত করা হচ্ছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি তৃণমূল নেতা অর্জুন সিং বিজেপিতে চলে যাওয়ায় মুখে যতই ফ্যাক্টর হবে না বলে মন্তব্য করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজে যে সেই অর্জুন সিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তা নিঃসন্দেহে পরোতে পরোতে অনুভব করা শুরু করেছে তৃণমূল। আর তাইতো সেই অর্জুন সিংয়ের অনুগামীদের বাধা দান করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আর তাইতো এদিন রাজ্যে ফিরেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাজ্য রাজনীতিতে শোরগোল তুলে দিলেন সদ্য তৃণমূলত্যাগী তথা বর্তমান বিজেপি নেতা অর্জুন সিংহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!