এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অর্জুন সিং এর পোস্টার ছেঁড়া নিয়ে রাজনৈতিক বিবাদ চরমে! আসল ‘ভিলেন’ খুঁজে পেয়ে হতবাক সকলে!

অর্জুন সিং এর পোস্টার ছেঁড়া নিয়ে রাজনৈতিক বিবাদ চরমে! আসল ‘ভিলেন’ খুঁজে পেয়ে হতবাক সকলে!


রাজনীতির ময়দানে একে অপরের গায়ে কাদা ছিটিয়েই নিজেদের উদ্যেশ্য চরিতার্থ করতে চায় সকলে। এক দল আর একদলের ভুল ত্রুটি খুঁজে বের করে সেগুলো জনমানসে প্রচার করে তাদের দুর্নাম করার লক্ষে। আর একদল ও তখন পাল্টা দিতে ছাড়েনা। শুধু যে ভুল ত্রুটি প্রচার বা বদনাম রটিয়েই তারা খান্ত হয় ত নয়। একে অপরের প্রচারে বাধাও দেওয়ার চেষ্টা করে। কেও বা বিরোধী দলের দলীয় পতাকা ছিড়ে দেয় আর কেও সেই দলের লাগানো ব্যানার পোস্টার রাতের অন্ধকারে সরিয়ে বা ছিড়ে দেয়।

সেই রকমই এক ব্যানার ছেড়া সংক্রান্ত ঘটনার জেরে সরগরম হয়ে ওঠে গেরুয়া শিবির ও শাসক দলের মধ্যে বিবাদ।এই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার নৈহাটি র ২০ নম্বর ওয়ার্ডে। সেখানে দলীয় কার্যালয় এর সামনে টাঙানো বিধায়ক অর্জুন সিং এর ব্যানার ছেড়া হয়। আর স্বাভাবিকভাবেই তার দায়ভার গিয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের উপর। বিজেপির কার্য কর্তাদের অভিযোগ এই রকম কাজ তৃণমূল ছাড়া আর কেও করবে না। কিন্তু ব্যানার ছেঁড়ার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে যা ভাইরাল হয়ে গেছে। তাতে এই ব্যানার ছেড়ার নেপথ্যে যাকে দেখা যাচ্ছে তাকে দেখেই সকলের চোখ কপালে উঠে গেছে। গেরুয়া শিবিরের অভিযোগ কে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণ করলো এই ভিডিও। তারা যাকে ভিলেন বলে ভাবছিল আদতে সেই ভিলেন কিন্তু অন্য কেউ। যাকে কেউ কল্পনাও করতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর ব্যানার টেনে হিচড়ে ছেড়া হচ্ছে। আর ভিডিও টি এই টুকু দেখেই বিজেপি কর্মী সমর্থকরা এই ব্যানার ছেড়ায় তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে অভিযোগ করে। কিন্তু নাহ্! সম্পূর্ণ ভিডিও কিন্তু বলছে অন্য কথা। ব্যানার ছিড়েছে ঠিকই কিন্তু যিনি ছিড়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তিনি আর কেও নন এক অবলা সারমেয়। সে রাতে কি করবে কিছু খুঁজে না পেয়ে মনের সুখে অর্জুন সিং এর ব্যানার ছিড়েছে।

রাজনীতির ময়দানে তৃণমূল ও বিজেপির মধ্যে কাদা মাখা মাখি কিন্তু এই ভিডিওটি ভাইরাল হওয়ার আগে থেকেই চলছিল। চলছিল অভিযোগ পাল্টা অভিযোগ। যেখানে বিজেপির দাবি এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে সেখানে তৃণমূল সমর্থকেরা সেই অভিযোগ নস্যাৎ করে বলছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিজেপি তাদের নামে কুৎসা রটাচ্ছে।

এইরূপ পরিস্থিতিতে ভাইরাল হওয়া ভিডিওকে অস্ত্র করে তৃণমূল আসরে নেমেছে। শাসক দলের বিভিন্ন লোক এই ঘটনা নিয়ে বিভিন্ন রকম লেখা লেখি করছেন। কেউ বলছে , ” আসল সত্য না জেনেই বিজেপির কাজই হলো তৃণমূলের নামে সমস্ত ঘটনার দোষ দেওয়া।” আবার একজন একটু মজা করে লিখেছে ,” এই কুকুরটিকে কি পাকিস্তানে পাঠানো হবে।” যে যাই বলুক এতো কিছু সত্বেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এই ঘটনা নিয়ে একটি বাক্যও খরচ করেনি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!