এখন পড়ছেন
হোম > রাজ্য > অর্জুন সিংহ বিস্ফোরক অভিযোগে খড়গহস্ত হতেই, পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

অর্জুন সিংহ বিস্ফোরক অভিযোগে খড়গহস্ত হতেই, পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টসম্প্রতি বাংলাকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, সেই বৈঠকে সৌমিত্র খাঁ থেকে শুরু করে অর্জুন সিংহ, বাবুল সুপ্রিয় থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়ের মত সাংসদরা স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন‌। বলার অপেক্ষা রাখে না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন বিজেপির একাধিক সাংসদ।

স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় বিজেপির ফাটল প্রকাশ্যে চলে আসে। জানা যায়, বিজেপি সাংসদ অর্জুন সিংহ যিনি মুকুল রায়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন, সেই অর্জুনবাবু এই বৈঠক থেকে ঠিকমত কাজ করা যাচ্ছে না বলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিলেন। যাকে কেন্দ্র করে তীব্র শোরগোল তৈরি হয় বিজেপির অন্দরমহলে। অনেকেই মনে করেন যে, এবার হয়ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরোধী গোষ্ঠী তৈরি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি-তে  ।

তাই দিলীপবাবু এবং তার অনুগামীদের দলে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সাংসদ থেকে শুরু করে নেতারা অভিযোগ জানাতে শুরু করেছেন। একাংশের মনে এই প্রশ্নও তৈরি হয়েছিল যে, এই বৈঠকে একদিন উপস্থিত থেকেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে সেখান থেকে চলে এসেছিলেন মুকুল রায়। যার পরে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে মুকুল রায় কলকাতায় ফিরে জানিয়ে দিয়েছিলেন, চোখের অপারেশনের জন্য তিনি ফিরে এসেছেন‌। এর সঙ্গে দলের দূরত্ব হওয়ার কোনো সম্পর্ক নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মুকুলবাবু মুখে যাই বলুন না কেন, তার গোষ্ঠী এতদিনে তৈরি হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টিতে। সেখানে যেমন রয়েছেন অর্জুন সিংহ, তেমনই রয়েছেন বাবুল সুপ্রিয় বলে দাবি অনেকের। তাই এরা সকলে একত্রিত হয়ে মুকুলবাবুর হয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যেমন সওয়াল করছেন, ঠিক তেমনই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও সরব হতে দেখা যাচ্ছে অনেককে‌। আর এবার অর্জুন সিংহ থেকে শুরু করে অন্যান্যরা বিজেপিতে সম্মান পাচ্ছেন না বলে যে দাবি করেছিলেন, এবার তার পাল্টা মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন তিনি বলেন, “কে বলছেন সম্মান পাচ্ছেন না! যদি কেউ একথা বলে থাকেন, তাহলে বলতে হবে তৃণমূলে কর্মচারী ছিলেন। বিজেপিতে এসে সম্মান পেয়ে কার্যকর্তা হয়েছেন‌। ভবিষ্যতে যারা আসবেন তারাও সম্মান পাবেন। অর্জুন সিংহকে রাজ্যের সহ-সভাপতি এবং উত্তর কলকাতার পর্যবেক্ষক করা হয়েছে।” আর দিলীপ ঘোষের এই কথায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাহলে দিলীপবাবু এই কথা বলে কি বোঝাতে চাইলেন যে, অর্জুন সিংহ তৃণমূলে যে সম্মান পাননি, সে সম্মান তাকে ভারতীয় জনতা পার্টিতে দেওয়া হয়েছে! কিন্তু “তৃণমূলের কর্মচারী” বলে যেভাবে নাম না করে অর্জুন সিংহকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, তাতে বিজেপির রাজ্যস্তরে দ্বন্দ্ব ক্রমশ বাড়ার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!