এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অর্জুন সিংহের বাড়িতে পুলিশি হানা! জোর চাঞ্চল্য রাজ্যে!

অর্জুন সিংহের বাড়িতে পুলিশি হানা! জোর চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন দাপুটে নেতা অর্জুন সিংহ। এরপর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়িয়ে সাংসদ হন তিনি। কিন্তু বিজেপিতে যোগদান করার সাথে সাথেই তাঁর বিরুদ্ধে নানা মামলা সামনে আসতে শুরু করে। অর্জুনবাবু এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গেরুয়া শিবিরে যোগদানের কারণেই শাসকদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হচ্ছে।

আর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজ্যের রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, ঠিক তখনই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়িতে পুলিশি অভিযানের অভিযোগ উঠল হঠাৎ করে একজন জনপ্রতিনিধির বাড়িতে কোনরূপ পরোয়ানা ছাড়াই কেন পুলিশ এইভাবে অভিযান চালালো, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

জানা গেছে, 25 কোটি টাকা তছরুপের মামলায় অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিংহকে নোটিশ ধরাতেই এদিন পুলিশের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়েছিল। গোটা ঘটনায় অবশ্য চক্রান্তের অভিযোগ দেখছেন অর্জুন সিংহ এবং বিজেপি নেতৃত্ব। কেননা যেভাবে অর্জুনবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে হেনস্থা করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রশাসন, তাতে গোটা ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করছে গেরুয়া শিবিরের অনেকে।

এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা রাকেশ সিং বলেন, “2019 সালে লোকসভা ভোটের আগে অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বারে বারে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। তার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে পুলিশ। শুনেছি কোনো রাজনৈতিক নেতার নির্দেশে পুলিশ এসব করছে। মাসে 1-2 বার করে পুলিশ আসে এবং তার বাড়ি ঘিরে ফেলে। এদিনও এসেছিল। কিন্তু তল্লাশি করার সময় পুলিশের কাছে কোনো পরোয়ানা ছিল না।”

একইভাবে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহের ছেলে কথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহ। তিনি বলেন, “ওরা বলেন, আমাদের বাড়িতে তল্লাশি করবেন। তাদের কাছে খবর আছে। আমরা জানাই যে, তার ওপর ভিত্তি করে তল্লাশি করা যায় না। সেজন্য পরোয়ানা দরকার। আমরা সেটি দেখাতে চাই। তখন ওরা বলেন যে, আমরা কাউকে পরোয়ানা দেখাই না। আমি বললাম যে, অন্য কারও সঙ্গে কথা নয়, আপনি বিধায়কের সঙ্গে কথা বলছেন। আপনি একজন বিধায়ক এবং সাংসদের বাড়িতে আসছেন কোনোরকম ওয়ারেন্ট ছাড়া। আর বলছেন কিছু দেখাতে পারবেন না। এমনি এমনিই তল্লাশি করবেন। আমরা আপনাদের অনুমতি দিতে পারব না। অনেক তর্কাতর্কি হল। ওরা একটা নোটিশ ধরাতে চাইলেন। তারপরে ওরা চলে গেলেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সত্যিই তো তাই! সাধারণ মানুষের ক্ষেত্রে পুলিশ যদি কোনো তল্লাশি কারো বাড়িতে করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাদের ওয়ারেন্ট দেখাতে হবে। এক্ষেত্রে অর্জুন সিংহ সাংসদ এবং তার পুত্র বিধায়ক হওয়া সত্ত্বেও তাদের বাড়িতে পুলিশ তল্লাশী করবে, অথচ কোনো ওয়ারেন্টি থাকবে না, এটা কি আদৌ যুক্তিসঙ্গত! এখন তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজেপির দাবি, আসলে রাজনৈতিকভাবে চক্রান্ত করতেই তৃণমূলের নির্দেশে এই কাজ করছে পুলিশ প্রশাসন। যদিও বা তৃনমূলের বিরুদ্ধে ওঠা সম্পূর্ন অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে ভাটপাড়ায় তৃণমূলের পর্যবেক্ষক সোমনাথ শ্যাম বলেন, “পাপ্পু সিং থাকে অর্জুন সিংয়ের বাড়ি মজদুপর ভবনের তিনতলায়। হয়ত যে ঠিকানা আছে, সেটা পাশের। ওখানে যখন আগের বারে পুলিশ রেড করে, তখন ওর মা বলেছিলেন যে, তিনি পাপ্পু সিংকে চেনেন না। মজদুর ভবনে গেলে বলা হচ্ছে যে, ও ওখানে থাকে না। তখন অর্জুন সিং বলেছিলেন যে, উনি তার ভাইপো। নোটিশটা নিয়ে নিতে। কত রকম কথা হচ্ছে।”

বিশ্লেষকদের মতে, যে মহলের তরফ যে কথাই বলা হোক না কেন, মূল প্রশ্ন তৈরি হয়েছে ওয়ারেন্ট না নিয়ে পুলিশ কেন তল্লাশি শুরু করল! কেন পুলিশ প্রকৃত কারণ দেখাতে পারছে না? ফলে বিরোধীদের তরফ থেকে এখন গোটা ঘটনাকে শাসক দলের চক্রান্ত বলেই উপস্থাপিত করা হচ্ছে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে মোড় নেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ কতটা বৃদ্ধি পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!