এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনা আবহে তৃণমূল সরকারের ঘুম ওড়াতে এবার বড়সড় পদক্ষেপের পথে অর্জুন সিংহ

করোনা আবহে তৃণমূল সরকারের ঘুম ওড়াতে এবার বড়সড় পদক্ষেপের পথে অর্জুন সিংহ

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের নানা পদক্ষেপ প্রথমে প্রশংসিত হলেও, পরবর্তীতে তাকে সমালোচনায় বিদ্ধ করছে বিরোধীরা। সম্প্রতি মৃত্যুসংখ্যা চেপে যাওয়া থেকে শুরু করে রেশনের দুর্নীতি, বিভিন্ন বিষয় নিয়ে সরকারকে কোণঠাসা করা হয়েছে। আর এবার করোনা মোকাবিলায় রাজ্য সরকারের অস্বস্তিকে বাড়িয়ে দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কিন্তু কেন তিনি আদালতের দ্বারস্থ হলেন?

জানা গেছে, সম্প্রতি নবান্নের তরফ থেকে করোনা হাসপাতালগুলোতে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর তার বিরুদ্ধেই এবার আদালতের দরজায় হাজির হয়েছেন হেভিওয়েট এই বিজেপি সাংসদ। যার ফলে এখন তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়া একটি ভিডিও শেয়ার করেন। যেখানে এম আর বাঙ্গুর হাসপাতালের ভেতরে রোগী কক্ষে মোবাইল ফোন দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে মান্যতা দিয়ে কোনো চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা রোগী করোনা হাসপাতালগুলিতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে রাজ্য সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রাজ্যের এই নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

আর গোটা ঘটনার বিরোধিতা করে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা গেছে, আগামী সপ্তাহে অর্জুন সিংহের করা এই মামলার শুনানি হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, করোনা হাসপাতালগুলিতে মোবাইল ফোনে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করে রাজ্য সরকারের পক্ষ থেকে তা নিষেধাজ্ঞা করা হয়েছিল।

কিন্তু এক্ষেত্রে বিরোধীরা অভিযোগ তুলছে যে, মোবাইলের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ্যে চলে আসতে পারে। তাই রাজ্য সরকার তা নিষেধাজ্ঞা করে কণ্ঠরোধ করতে চাইছে। আর সেই কথা তুলে ধরেই আদালতের দ্বারস্থ হয়ে এবার সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!